শেষ আপডেট: 30th July 2024 14:32
দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ পরিষেবা ভারতে কি বন্ধ হয়ে যাবে? লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বিবেক তংখা। লিখিত জবাবে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ মঙ্গলবার রাজ্যসভায় জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ বা তাদের মূল কোম্পানি মেটা এই ব্যাপারে সরকারকে এখনও কিছু জানায়নি।
প্রশ্ন হল, এমন প্রশ্ন কেন করেছেন কংগ্রেস সাংসদ। আসলে একটি মামলায় সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বেঙ্গালুরুর আদালতে জানিয়েছে তারা ভারতে তাদের পরিষেবা গুটিয়ে নিতে চায়। নতুন পরিস্থিতিতে তাদের পক্ষে এই দেশে কাজ করা সম্ভব হবে না।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের বক্তব্য, ভারত সরকারের নয়া তথ্য প্রযুক্তি আইন মেনে তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। নয়া আইন মানতে হলে গোপনীয়তা রক্ষার 'এন্ড টু এন্ড এনক্রিপশন' ব্যবস্থা তুলে দিতে হবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, ভারত সরকার তাদের কাছে ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য দাবি করছে, যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এতে গ্রাহকদের প্রতি অবিচার করা হবে।
অশ্বীনি বৈষ্ণর দাবি, ২০০০ সালে তৈরি আইনেই বলা আছে, জনস্বার্থ এবং দেশের নিরাপত্তা, সুরক্ষার কারণে সরকার বিদেশি কোম্পানিগুলির কাছ থেকে এই ধরনের তথ্য চাইতে পারবে। নতুন বিধি বা আইনের সঙ্গে তথ্য চাওয়ার কোনও সম্পর্ক নেই।