Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Rahul Gandhi Bharat Jodo Yatra

ভারত জোড়োর প্রভাব নেই হিন্দি বলয়ে, রাহুল কি দ্বিতীয় যাত্রা করবেন

কর্নাটকের পর তেলঙ্গনাতেও জয়ী হয়েছে কংগ্রেস। এ বছর মে মাসে কর্নাটকের সঙ্গে পাহাড়ি রাজ্য হিমাচলপ্রদেশেও বিধানসভা ভোট হয়। ভারত জোড়ো যাত্রা ওই রাজ্যও ছুঁয়ে যায়। সেখানেও কংগ্রেস ক্ষমতায় ফেরে। তবে হিমাচলের ফলাফলকে জাতীয় রাজনীতিতে ততটা গুরুত্ব দেওয়া হয় না। 

ভারত জোড়োর প্রভাব নেই হিন্দি বলয়ে, রাহুল কি দ্বিতীয় যাত্রা করবেন

শেষ আপডেট: 4 December 2023 07:30

দ্য ওয়াল ব্যুরো: রবিবার যে চার রাজ্যের ভোটের ফল প্রকাশিত হয়েছে তারমধ্যে তিনটি রাজ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা করেছিলেন। এরমধ্যে তেলঙ্গনায় কংগ্রেস বড় জয় হাসিল করেছে। কিন্তু মধ্যপ্রদেশ ও রাজস্থানে যাত্রার কোনও প্রভাব পড়েনি। ছত্তীসগড়েও কংগ্রেস হেরেছে। তবে ভারত জোড়ো যাত্রা পথে ছত্তীসগড় ছিল না।

গত বছর সেপ্টেম্বরে রাহুল গান্ধী তামিলনাড়ু থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন। যাত্রা পথে বিপুল সাড়া পেয়েছিলেন কর্নাটক এবং পড়শি তেলঙ্গনায়। সাড়া পেয়েছিলেন মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও। কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন দেখা গেল না।

অন্যদিকে, কর্নাটকের পর তেলঙ্গনাতেও জয়ী হয়েছে কংগ্রেস। এ বছর মে মাসে কর্নাটকের সঙ্গে পাহাড়ি রাজ্য হিমাচলপ্রদেশেও বিধানসভা ভোট হয়। ভারত জোড়ো যাত্রা ওই রাজ্যও ছুঁয়ে যায়। সেখানেও কংগ্রেস ক্ষমতায় ফেরে। তবে হিমাচলের ফলাফলকে জাতীয় রাজনীতিতে ততটা গুরুত্ব দেওয়া হয় না। 

সব মিলিয়ে ভারত জোড়ো যাত্রার প্রভাব হিন্দিবলয়ে এখনও পর্যন্ত নেই। কথা ছিল এ বছর সেপ্টেম্বরে রাহুল দ্বিতীয় দফার যাত্রা করবেন। পিছিয়ে তা অক্টোবর করা হয়েছিল। তারপর বছর শেষ হতে চলল। রাহুলের যাত্রা নিয়ে কংগ্রেস আর উচ্চবাচ্য করছে না। দলের একাংশের খবর, জানুয়ারির গোড়ায় রাহুল এই যাত্রা করতে পারেন। ততদিনে লোকসভা ভোটের দামামা বেজে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করে লোকসভা ভোটের প্রচারের রথ ছোটাবেন। সেই সময় রাহুল ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকলে দেশের বাকি অংশে প্রচারে খামতি থেকে যেতে পারে, এই বিষয়টিও কংগ্রেসকে বিবেচনায় রাখতে হচ্ছে।


ভিডিও স্টোরি