শেষ আপডেট: 4 December 2023 07:30
দ্য ওয়াল ব্যুরো: রবিবার যে চার রাজ্যের ভোটের ফল প্রকাশিত হয়েছে তারমধ্যে তিনটি রাজ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা করেছিলেন। এরমধ্যে তেলঙ্গনায় কংগ্রেস বড় জয় হাসিল করেছে। কিন্তু মধ্যপ্রদেশ ও রাজস্থানে যাত্রার কোনও প্রভাব পড়েনি। ছত্তীসগড়েও কংগ্রেস হেরেছে। তবে ভারত জোড়ো যাত্রা পথে ছত্তীসগড় ছিল না।
গত বছর সেপ্টেম্বরে রাহুল গান্ধী তামিলনাড়ু থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন। যাত্রা পথে বিপুল সাড়া পেয়েছিলেন কর্নাটক এবং পড়শি তেলঙ্গনায়। সাড়া পেয়েছিলেন মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও। কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন দেখা গেল না।
অন্যদিকে, কর্নাটকের পর তেলঙ্গনাতেও জয়ী হয়েছে কংগ্রেস। এ বছর মে মাসে কর্নাটকের সঙ্গে পাহাড়ি রাজ্য হিমাচলপ্রদেশেও বিধানসভা ভোট হয়। ভারত জোড়ো যাত্রা ওই রাজ্যও ছুঁয়ে যায়। সেখানেও কংগ্রেস ক্ষমতায় ফেরে। তবে হিমাচলের ফলাফলকে জাতীয় রাজনীতিতে ততটা গুরুত্ব দেওয়া হয় না।
সব মিলিয়ে ভারত জোড়ো যাত্রার প্রভাব হিন্দিবলয়ে এখনও পর্যন্ত নেই। কথা ছিল এ বছর সেপ্টেম্বরে রাহুল দ্বিতীয় দফার যাত্রা করবেন। পিছিয়ে তা অক্টোবর করা হয়েছিল। তারপর বছর শেষ হতে চলল। রাহুলের যাত্রা নিয়ে কংগ্রেস আর উচ্চবাচ্য করছে না। দলের একাংশের খবর, জানুয়ারির গোড়ায় রাহুল এই যাত্রা করতে পারেন। ততদিনে লোকসভা ভোটের দামামা বেজে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করে লোকসভা ভোটের প্রচারের রথ ছোটাবেন। সেই সময় রাহুল ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকলে দেশের বাকি অংশে প্রচারে খামতি থেকে যেতে পারে, এই বিষয়টিও কংগ্রেসকে বিবেচনায় রাখতে হচ্ছে।