শেষ আপডেট: 10th September 2024 11:13
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি জামিন পাবেন? সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই ব্যাপারে রায় ঘোষণা করবে। আম আদমি পার্টি-সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলি আশাবাদী, দিল্লির মুখ্যমন্ত্রীর এবার জেলমুক্তি ঘটবে।
জামিনের আবেদন নিয়ে গত সপ্তাহে গোটা দিন শীর্ষ আদালতে শুনানি চলে বিচারপতি সূর্যকাম্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইঞাঁর এজলাসে। দিনের শেষে ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখে।
কেজরিওয়াল ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেলে জেলমুক্তি ঘটবে। সিবিআই তাঁর জামিন আটকাতে আগের শুনানিতে জোরদার লড়াই করে। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে কি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সম্ভব? সিবিআই কেন জামিনের বিরোধিতা করছে? তাছাড়া, মদকাণ্ডে বেশিরভাগ অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন।
সিবিআই তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশের পাশাপাশি পদ্ধতিগত ইস্যুই তুলেছে। তাদের বক্তব্য, জামিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রথমে নিম্ন আদালতে যেতে হবে। এমনই রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা করেন কেজরিওয়াল।