শেষ আপডেট: 5th September 2024 08:22
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কি বৃহস্পতিবার জামিন পাবেন? সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইঞার বেঞ্চে বৃহস্পতিবার কেজরিওয়ালের জামির মামলার শুনানি হওয়ার কথা।
ইডির মামলায় দেড় মাস আগে জামিন পেয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে মদকাণ্ডে গ্রেফতার করেছে সিবিআইও। সুপ্রিম কোর্ট গত ২৩ আগস্ট সিবিআই-কে বলেছে কেজরিওয়ালের মামলার স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দিতে। কেন কেজরিওয়ালকে জামিন দেওয়ার সম্ভব নয় সে বিষয়ে সিবিআই-কে তাদের বক্তব্য হলফনামা আকারে জমা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
মদ কাণ্ডে ধৃত আপের নেতা-মন্ত্রীদের বেশিরভাগেরই জামিন হয়ে গিয়েছে। প্রায় দেড় বছর জেলে থাকার পর জামিন পেয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। আপের কমিউনিকেশন বিভাগের প্রধান বিজয় নায়ারও এখন জমিনে মুক্ত। তাঁকে আগের পদে ফেরানো হচ্ছে। জামিন পেয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা কে।কবিতাও।
এই পরিস্থিতিতে কেজরিওয়ালের জামিন পাওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী আপ। তবে চিন্তাও আছে দলে। দুদিন আগে সিবিআই আপের এক কাউন্সিলরকে গ্রেফতার করে। সেই গ্রেফতারির সঙ্গে কেজরিওয়ালের মামলার সম্পর্ক টানা হবে কিনা স্পষ্ট নয়।
আপ নেতৃত্ব মনে করছে দিল্লির মুখ্যমন্ত্রী কে খুব বেশিদিন আটকে রাখা সম্ভব নয়। তবে এখনই তাঁর জামিন পাওয়া দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। এর মধ্যে হরিয়ানায় আপ অনেক আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। যদিও কংগ্রেসের সঙ্গে তাদের বোঝাপড়া হতে পারে। ভোটের সময় কেজরিওয়াল ময়দানে থাকলে জবরদস্ত লড়াই হতে পারে মনে করছে দল।