সংঘর্ষ বিরতি বজায় থাকলে ভারত কি চুক্তি দুটি পুনরায় কার্যকর করবে? সরকারি সুত্র জানাচ্ছে, এখনই তেমন সম্ভাবনা কম। বাস্তব পরিস্থিতির কারণেই দ্রুত চুক্তি দুটি সচল করা কঠিন।
ছবিটি প্রতীকি
শেষ আপডেট: 12 May 2025 10:30
দ্য ওয়াল ব্যুরো: সংঘর্ষ বিরতি (ceasefire) নিয়ে সোমবারের পর্যালোচনা বৈঠকের পর সিন্ধু জল বণ্টন (Indus Water treaty) এবং সিমলা চুক্তি (Shimla Agrement) ফের কার্যকরের দাবি জানাতে পারে পাকিস্তান (Pakistan)। বিশেষ করে সিন্ধু নদীর জল নিয়ে পাকিস্তান বড় ধরনের সমস্যায় পড়েছে। জলের অভাবে চাষের সংকট দেখা দিয়েছে।
২২ এপ্রিল পহেলগামে ২৬ পর্যটককে পাক মদতপুষ্ট জঙ্গিরা (Pahalgam terror attack by Pakistani terrorists) হত্যা করার পর ভারত পরদিনই দুটি কঠোর পদক্ষেপ করে। সিন্ধু জল বণ্টন এবং সিমলা চুক্তি তার অন্যতম। দ্বিতীয়টি মূলত কূটনৈতিক বিধি বিষয়ক বোঝাপড়া। পাকিস্তান ইতিমধ্যে সিন্ধুর জল সরবরাহ স্বাভাবিক করার আর্জি জানিয়েছে।
সংঘর্ষ বিরতি বজায় থাকলে ভারত কি চুক্তি দুটি পুনরায় কার্যকর করবে? সরকারি সুত্র জানাচ্ছে, এখনই তেমন সম্ভাবনা কম। বাস্তব পরিস্থিতির কারণেই দ্রুত চুক্তি দুটি সচল করা কঠিন। শনিবার বিকাল থেকে সংঘর্ষ বিরতি কার্যকর হলেও দেশবাসীর মধ্যে এ নিয়ে প্রশ্ন আছে। সমাজমাধ্যমে উঠে আসা মত হল ভারত যখন সামরিক হামলা শুরু করেছে তখন পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলির বড় ধরনের ক্ষতি করা দরকার ছিল। আচমকা যুদ্ধ বিরতির ফলে পাকিস্তান বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেল।
পাকিস্তান বিরোধী এই জনক্ষোভ বিবেচনায় রেখে আগামী দিনে পদক্ষেপ করতে হবে ভারতকে। ফলে দ্রুত চুক্তি সচল করার সম্ভাবনা কম। তা ছাড়া সংঘর্ষ বিরতি নিয়েও পাকিস্তানের উপর পুরোপুরি ভরসা করছে না নয়াদিল্লি। পাকিস্তান সত্যিই এই ব্যাপারে কতটা আন্তরিক তা বুঝে নিতে চাইছেন দিল্লির কর্তারা। দুই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত হয়েছিল সরকারের শীর্ষ মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির বৈঠকে চুক্তি বাতিল করে পাকিস্তানকে প্রথম কড়া বার্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।