শেষ আপডেট: 17th October 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: বিষধর সাপের কামড়ে মানুষ মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। এবার আধমরা এক সাপের প্রাণ বাঁচিয়ে তাক লাগিয়ে দিলেন গুজরাতের যুবক। জানা গিয়েছে, সিপিআর পদ্ধতিতে সাপের মুখে নিজের মুখ ঢুকিয়ে সরীসৃপটির প্রাণ বাঁচিয়েছেন ভদোদরার বাসিন্দা যশ তদভি। যশের এমন অসাধ্যসাধন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
কী ঘটেছিল?
পরিবেশকর্মী যশ জানান, তাঁদের সংস্থার হেল্পলাইন নম্বরে একটি ফোন আসে। স্থানীয়রা আতঙ্কের সঙ্গে জানান, এলাকায় একটি সাপ মরে পড়ে রয়েছে। দ্রুত সেটিকে উদ্ধারের দাবি জানান হয়। এরপর ভদোদরার ওই জায়গায় গিয়ে যশ দেখতে পান সেখানে একটি সাপ পড়ে রয়েছে। কিন্তু সরীসৃপটির গতিবিধি দেখে সন্দেহ হয় পরিবেশকর্মীর।
খালি চোখে দেখে মৃত মনে হলেও যশ বুঝতে পারেন সাপটি বেঁচে রয়েছে। এরপর এক মুহূর্ত দেরি না করে নিজের দু’হাতে সেটিকে তুলে নেন। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে সাপটির মুখে মুখ ঢুকিয়ে সিপিআর দিতে শুরু করেন। প্রথমে বিষয়টি দেখে স্থানীয়রা চমকে গেলেও পরে তাঁরাও বুঝতে পারেন সাপটি মৃত নয়, জীবিত অবস্থাতেই রয়েছে।
শুরুতে একাধিকবার ব্যর্থ হলেও চেষ্টা ছাড়েননি পরিবেশকর্মী। তিনবারের মাথায় সাপটিকে সামান্য নড়াচড়া করতে দেখা যায়। এরপরই আত্মবিশ্বাস জোরাল হয় তাঁর। শেষমেশ যশের প্রচেষ্টাতেই প্রাণ বাঁচে আধমরা সাপটির। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর হল এমন এক পদ্ধতি যার মাধ্যমে অনেক সময় হৃদরোগে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচিয়ে তোলা সম্ভব হয়।
যশের কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নেটিজেনরা উদ্ধারকর্মীকে প্রশংসায় ভরিয়েছেন। পাশাপাশি বন দফতরও যশের হার না মানা মনোভাবকে কুর্নিশ জানিয়েছে।
বর্তমানে সাপটিকে সুস্থ অবস্থায় বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। রাতারাতি যশকে ‘টারজান’-এর সঙ্গে তুলনা করতে শুরু করেছেন স্থানীয়রা।