শেষ আপডেট: 5th March 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: মজা করে একটা সময় মা-কাকিমারা বলতেন, এমন দিন আসবে, যখন মানুষ ঘরবন্দি হয়ে যাবে আর পশুরা এলাকার দখল নেবে। তখন চিড়িয়াখানার কনসেপ্টটাই উঠে যাবে। এই ঘটনা বাস্তবায়িত হয়ে গেল উত্তরপ্রদেশের পিলিভিটে। এখানে গ্রামবাসীরা নিজেদের বাড়িতে তালাবন্ধ করে ফেলেছেন আর বাইরে ঘুরে বেড়াচ্ছে বাঘ, হাতি ও ভালুক। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ঠিক কী হয়েছে উত্তরপ্রদেশের ওই এলাকায়? সম্প্রতি এক ভালুক জঙ্গল থেকে বেরিয়ে সরাসরি পিলিভিটের এক রেলওয়ে স্টেশনে ঢুকে পড়ে। আতঙ্কিত যাত্রীরা দিশেহারা হয়ে ছুটতে থাকেন, যার ফলে স্টেশনে প্রায় হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। পরে বনদপ্তরের কর্মীরা পৌঁছে ভালুকটিকে উদ্ধার করে খাঁচায় বন্দি করেন।
পিলিভিটের ৪০ কিলোমিটার দূরে পুরনপুর এলাকায় জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে বাঘ। আতঙ্কে স্থানীয়রা। শস্যখেতে প্রায়ই বাঘের আনাগোনা দেখা যাচ্ছে, ফলে চাষের জমিতে যেতে সাহস পাচ্ছেন না চাষিরা। একই সঙ্গে আবার হাতির দাপটও শুরু হয়েছে। একদল হাতি কয়েকদিন ধরে ফসল নষ্ট করছে বলে জানা যাচ্ছে। ঘুরে বেড়াচ্ছে বিস্তীর্ণ এলাকায়। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা।
এভাবে ক্রমাগত বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বনদপ্তর পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত পদক্ষেপ করতে হবে, যাতে বন্যপ্রাণীরা লোকালয়ে প্রবেশ না করতে পারে এবং জনজীবন ব্যাহত না হয়।