শেষ আপডেট: 30th August 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী তাঁর স্বামীকে যদি অন্য ঘরে শুতে বা থাকতে বাধ্য় করেন, সেটা আসলে দাম্পত্যের অধিকার থেকে বঞ্চিত করা। নিষ্ঠুরতারও সমান। রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। ২০১৮ সালে দায়ের হওয়া মামলার পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চের বিচারপতি রঞ্জন রায় ও বিচারপতি সুভাষ বিদ্যার্থী এই রায় দেন।
এক ব্য়ক্তির ডিভোর্স মঞ্জুর করার সময় এই প্রসঙ্গ ওঠে। আদালতকে ওই ব্যক্তি জানিয়েছিলেন, তাঁর স্ত্রী জোর করে একটি আলাদা রুমে থাকতে বাধ্য় করেন। হুমকি দেওয়া হয় যদি কোনও ভাবে ঘরে ঢোকেন, তাহলে আত্মহত্যা করবেন স্ত্রী। শুধু তাই নয় ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথাও বলা হয়।
আদালতের পর্যবেক্ষণ, যদি স্ত্রী তাঁর স্বামীকে অন্য ঘরে থাকতে বাধ্য় করেন, তার মানে দাঁড়ায় স্বামীর যে সমস্ত দাম্পত্য অধিকার রয়েছে সেটা থেকে তাঁকে বঞ্চিত করছেন স্ত্রী। আদালত মনে করে এতে মানসিক ও শারীরিকভাবে খারাপ প্রভাব পড়ে। যার কারণে মানসিক ও শারীরিক নিষ্ঠুরতার পরিস্থিতিও তৈরি হয়।