স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল
শেষ আপডেট: 13th January 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো: এযাবৎ অনেকেই বলেন কাশী বিশ্বনাথ মন্দির নাকি রাজকীয় বেশি, স্বাত্তিক কম। লেখক মার্ক টোয়েন তাঁর লেখায় উল্লেখ করেছিলেন, ইতিহাসের থেকেও নাকি প্রাচীন এই কাশী। বুদ্ধের সারনাথ, জৈন ধর্মে সপ্তম, অষ্টম, একাদশ এবং ২৩তম তীর্থঙ্করের জন্মস্থানও এই বেনারস।
আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে মহাকুম্ভ (Maha Kumbh Mela)। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে ভিড়ভাট্টা শুরু হয়েছে। দূর-দূরান্ত থেকে সাধু-সন্ন্যাসী, সাধারণ মানুষ তো বটেই মহাকুম্ভ যজ্ঞে বহু হেভিওয়েটরাও অংশ নিচ্ছেন। সেই তালিকায় রয়েছেন 'অ্যাপল' সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও, স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল।
মহাকুম্ভের (Maha Kumbh Mela) জন্য প্রয়াগরাজ যাওয়ার আগে শনিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেছেন লরেন। তাঁর সঙ্গে ছিলেন নিরঞ্জনী আখড়া মন্দিরের কৈলাশানন্দ গিরি জি মহারাজ। যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে লরেন কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহের বাইরে থেকেই প্রার্থনা করছেন। তাঁর পরনে গোলাপি রঙের ভারতীয় পোশাক আর মাথায় সাদা 'দুপাট্টা'।
প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন লরেনকে শিব লিঙ্গ ছুঁতে দেওয়া হল না। এ ব্যাপারে স্বামী কৈলাশানন্দ গিরি লরেনের সফরের বিষয়ে যে সব জল্পনা-কল্পনার উদ্রেক হয়েছে তা খোলসা করেছেন। পাশাপাশি ভারতীয় আধ্যাত্মিকতার প্রতি লরেনের যে সম্মান, ভক্তি তা তুলে ধরেছেন। জানিয়েছেন, 'তিনি অত্যন্ত ধার্মিক এবং আধ্যাত্মিক। লরেন আমাদের ভারতীয় ঐতিহ্য সম্পর্কে জানতে চান... তিনি আমাকে একজন বাবা এবং গুরু হিসেবে সম্মান করেন। লরেনের থেকে গোটা বিশ্বের শেখা উচিত, তিনি কীভাবে ভারতীয় ঐতিহ্যকে গ্রহণ করছেন।'
এর পরই কৈলাশানন্দ গিরি কাশী বিশ্বনাথের ঐতিহ্য ও নিয়মের কথা মনে করিয়ে দিয়ে বলেন, 'লরেন রীতি মেনেই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন। যেহেতু ঐতিহ্য ও রীতি মতে কোনও অহিন্দু শিব লিঙ্গ ছুঁতে পারেন না, তাই তিনিও বাইরে থেকেই প্রণাম করেছেন। তবে তাঁকে প্রসাদ এবং একটি মালা দেওয়া হয়েছিল।'
প্রসঙ্গত, মহাকুম্ভের অন্যতম আকর্ষণ 'কল্পবাসী' প্রথা। হিন্দু পুরাণ অনুসারে এ এক প্রাচীন প্রথা। 'কল্প' অর্থাৎ দীর্ঘ সময় আর 'বাস' অর্থাৎ, বসবাস করা। গোটা মাঘ মাস জুড়ে তিন নদীর সঙ্গমের বালুতটে থাকেন কল্পবাসীরা। তীব্র শীত উপেক্ষা করে প্রতিদিন তাঁরা বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন।
কল্পবাসীদের ভীষণ শৃঙ্খলাবদ্ধ জীবনধারা অনুসরণ করতে হয়। ভোর হওয়ার আগেই উঠে প্রথমে গঙ্গাস্নান। তার পর ধ্যান, উপাসনা। এ ছাড়া বিভিন্ন সাধুদের শিবিরে শিবিরে ঘুরে তাঁরা উপদেশ শোনেন।
সাধারণত, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং বিহারের গ্রামের মানুষরা মহাকুম্ভের 'কল্পবাসী' হন। তবে এ বার, তাঁদের সঙ্গে যোগ দেবেন স্টিভ জোবসের স্ত্রী।