শেষ আপডেট: 23rd August 2024 15:30
দ্য ওয়াল ব্যুরো: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেফতার করা হয়েছিল, তার কারণ জানতে চেয়ে সিবিআইকে সময়সীমা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ।
একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানিও পিছিয়ে দিয়েছে আদালত। সিবিআইয়ের হলফনামা হাতে পাওয়ার পর আগামী ৫ সেপ্টেম্বর জামিন মামলার পরবর্তী শুনানি হবে।
আবগারি দুর্নীতি মামলায় লোকসভা ভোটের মুখে গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। লোকসভা নির্বাচনের সময় সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিনে কয়েকদিন বাইরে ছিলেন কেজরিওয়াল। ভোট মিটতেই আদালতের নির্দেশ মেনে গত ২ জুন ফের জেলে ফিরতে হয় কেজরিওয়াকে।
ইতিমধ্যে ইডির মামলায় কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। তবে জেলে থাকাকালীনই আবগারি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলাতেই জামিন চেয়ে এদিন আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়ালের আইনজীবী।
মামলা রুজুর ১০ মাস পর কেন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল, এদিন আদালতে সেই প্রশ্ন তোলেন কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এরপরই শীর্ষ আদালত গ্রেফতারের কারণ জানতে চেয়ে সিবিআইকে সময় সীমা বেঁধে দিয়েছে।