শেষ আপডেট: 11th January 2025 11:27
দ্য ওয়াল ব্যুরো: আজ, শনিবার, ১১ জানুয়ারি মহা উৎসাহ-উদ্দীপনায়, হোমযজ্ঞ, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পালিত হচ্ছে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা মহোৎসবের প্রথম বর্ষ পূর্তি উদযাপন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্সবার্তায় এদিন সকালে তিনি লিখেছেন, ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ক্ষেত্রে এই মন্দির এক মহান ঐতিহ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে ত্যাগ, সংগ্রাম এবং ভক্তিনিষ্ঠার দ্বারা এই মন্দির স্থাপনা হয়েছে।
#WATCH | Uttar Pradesh: Devotees arrive at Ayodhya Ram temple on the occasion of the first anniversary of 'Pran Pratishtha' pic.twitter.com/8lYh8tNsux
— ANI (@ANI) January 11, 2025
এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে মুণ্ডচ্ছেদ এবং পৌষ সংক্রান্তি থেকে শুরু হতে চলা মহাকুম্ভ ভন্ডুল করে দেওয়ার হুমকি দেওয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুকে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে লেখা হয়েছে এবং বলা হয়েছে, হিন্দুরা, তোমাদের মহাকুম্ভ এগিয়ে আসছে। আমরা মুসলিমরা চ্যালেঞ্জ নিয়ে বলছি, এটা হতে দেব না। মৈজান রাজা নামে এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি পোস্ট করা হয়েছে। শুক্রবার গভীর রাতে পুলিশ বরেলি থেকে তাকে গ্রেফতার করে। রাজা বরেলির জিআরএম স্কুলে ছাত্র। তার ফেসবুক পোস্টটি গত ১০ জানুয়ারির। এটি প্রথম নজরে আসে বিশ্ব হিন্দু পরিষদ নেতা পণ্ডিত কেকে শঙ্খধরের। তিনি পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পুলিশকে ট্যাগ করায় সকলের নজর পড়ে।
थाना प्रेमनगर, बरेली पर प्रकरण के संबंध में अभियोग पंजीकृत किया गया है। आरोपी को गिरफ्तार कर नियमानुसार अग्रेत्तर कार्यवाही की जा रही है। pic.twitter.com/ZHZYL5NkK9
— Bareilly Police (@bareillypolice) January 11, 2025
উল্লেখ্য, গতবছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় গিয়ে রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। কিন্তু, এবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রথম বর্ষপূর্তি সমারোহ পালন করছে এদিন হিন্দু তিথিনক্ষত্র মেনে। কারণ, গতবছর প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শুক্ল দ্বাদশীতে। যাকে কূর্ম দ্বাদশীও বলে। এ বছর এই তিথিটি পড়েছে ১১ জানুয়ারি। সেই কারণে আজই অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠার বার্ষিক উৎসব চলছে।
अयोध्या में रामलला की प्राण-प्रतिष्ठा की प्रथम वर्षगांठ पर समस्त देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं। सदियों के त्याग, तपस्या और संघर्ष से बना यह मंदिर हमारी संस्कृति और अध्यात्म की महान धरोहर है। मुझे विश्वास है कि यह दिव्य-भव्य राम मंदिर विकसित भारत के संकल्प की सिद्धि में एक… pic.twitter.com/DfgQT1HorT
— Narendra Modi (@narendramodi) January 11, 2025
এই উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। বিশেষ করে লক্ষ লক্ষ পুণ্যার্থী রামলালার পুজো দিতে ভিড় করেছেন অযোধ্যায়। কোথাও তিল ধারণের জায়গা নেই। সকালে শুক্ল যজুর্বেদ থেকে অগ্নিহোত্র মন্ত্রোচ্চারণ হয়েছে। দুপুর ২-৫টা পর্যন্ত ফের সেই অনুষ্ঠান হবে। এরপরেই ৬ লক্ষ বার শ্রীরাম মন্ত্রোচ্চারণ হবে। তারসঙ্গেই পাঠ করা হবে রামরক্ষা স্তোত্র ও হনুমান চালিশা। মন্দিরের একতলায় দুপুর ৩-৫টা পর্যন্ত চলবে রাগসেবা। ৬টা থেকে শুরু হবে ভজন-কীর্তন অনুষ্ঠান। ট্রাস্টের দাবি অনুযায়ী, গত ১ জানুয়ারি রামমন্দিরে ২ লক্ষ ভক্ত সমাগম হয়েছিল।