শেষ আপডেট: 27th January 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যস্নান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গমঘাটে তাঁর সঙ্গে স্নান করেন বাবা রামদেবও। সোমবার সকালে বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভকে সনাতন ধর্মের এক অনন্য প্রতীক বলে বর্ণনা শাহ বলেছেন, সনাতন ধর্মের জীবন দর্শন হল কুম্ভ। যার শিকড় রয়েছে সম্প্রীতির মধ্যে।
ত্রিবেণী সঙ্গমে স্নান করে শাহ ধর্মীয় রীতি অনুযায়ী বড়ে হনুমান মন্দির এবং অভয়বট পরিদর্শন করেন। তারপর জুনা আখড়ায় গিয়ে সাধুদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারেন। গুরু শরণানন্দ আশ্রম এবং গোবিন্দ গিরি মহারাজের আশ্রমেও যান অমিত শাহ। শৃঙ্গেরী, পুরী ও দ্বারকার শঙ্করাচার্যের দর্শন করে এদিন সন্ধ্যাতেই দিল্লি ফিরবেন অমিত শাহ।
#WATCH | #MahaKumbh2025 | Union Home Minister Amit Shah takes a holy dip at Triveni Sangam in Prayagraj, Uttar Pradesh. pic.twitter.com/TH2MFFgwA5
— ANI (@ANI) January 27, 2025
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ ফেব্রুয়ারি প্রয়াগরাজে পুণ্যস্নানে যাবেন বলে ঠিক রয়েছে। ওইদিনই রয়েছে দিল্লি বিধানসভার নির্বাচন। মোদীর কর্মসূচিতে রয়েছে, স্নান সেরে তিনি গঙ্গা আরতি করে অক্ষয়বট ও বড়ে হনুমান মন্দির দর্শন করবেন। এবং সরস্বতী কূপেও মাথা ঠেকাবেন। পঞ্জিকা অনুসারে আগামী ৫ ফেব্রুয়ারি হচ্ছে মাঘ অষ্টমী। মাঘ অষ্টমীকে গুপ্ত নবরাত্রিও বলা হয়। হিন্দু ধর্মে দিনটি অতি পবিত্র বলে মনে করা হয়ে থাকে। অনেকে এদিনটাকে ভীষ্ম অষ্টমী বলেও পালন করেন। মহাভারতের কাহিনি অনুসারে এই দিনে ভীষ্ম শরশয্যায় শুয়েছিলেন। শ্রীকৃষ্ণকে পাশে রেখে এইদিনে ভীষ্ম মোক্ষলাভ করেছিলেন।