শেষ আপডেট: 25th October 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি সিনেমায় দেখা যায়। রাজনৈতিক নেতাদের সামনে হাত জড়ো করে কিংবা আরাম কেদারার পায়ের কাছে মাথা কুটছেন আইএএস-আইপিএস অফিসাররা। এবার প্রায় সেরকমই ছবি দেখা গেল বাস্তবেও। রাজস্থানের এক তরুণী জেলাশাসক (ডিস্ট্রিক্ট কালেক্টর) টিনা ডাবি বিজেপি নেতা সতীশ পুনিয়ার সামনে ৭ সেকেন্ডে পাঁচবার মাথা ঝুঁকিয়ে এবং ৮ বার হাতজড়ো করে সম্মান দেখালেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেট নাগরিকদের মধ্যে হাসি-মজার খোরাক তৈরি হয়েছে। সরকারি আধিকারিক এবং রাজনীতির মধ্যে গলাগলি মাখোমাখো সম্পর্ক ও আনুগত্য নিয়ে নানান রসিক মন্তব্য চলছে নেটপাড়ায়। ২০১৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ টিনা রাজস্থানের বাড়মেরের জেলাশাসক পদে কর্মরত এ বছরের সেপ্টেম্বর মাস থেকে।
IAS टीना डाबी ने सतीश पूनिया के सामने 7 सेकेंड में 5 बार झुकाया सिर।
— Darshit ven (@Darshitven) October 24, 2024
बाड़मेर में जिला कलेक्टर का ये वीडियो सामने आया है।
जिसको लेकर अब सोशल मीडिया पर लोग दो धड़ों में बंट गए हैं।
कुछ लोग टीना डाबी के इस जेस्चर की तारीफ कर रहे हैं कुछ लोग उनकी आलोचना कर रहे हैं #satishpoonia pic.twitter.com/fX6XYUmCiq
ভাইরাল ভিডিওয় টিনাকে দেখা গেল, রাজস্থানের প্রাক্তন বিজেপি সভাপতি সতীশ পুনিয়াকে মুহুর্মুহু মাথা ঝুঁকিয়ে এবং দুহাত জড়ো করে প্রণাম ও অভিনন্দন জানিয়ে যেতে। যদিও ওই বিজেপি নেতা গাড়ি থেকে নামা ইস্তক টিনাকে পাত্তাই দিলেন না, বিশেষত তাঁর দিকে একবারের বেশি তাকালেনও না। তিনি নিজের মোবাইল ঘাঁটতেই ব্যস্ত ছিলেন। পুনিয়াকে দেখে নাকি ডাবি সাত সেকেন্ডের মধ্যে পাঁচবার মাথা ঝুঁকিয়েছেন এবং আটবার সৌজন্য নমস্কার করেছেন। আর তার সুফলও তিনি পেয়ে ধন্য হয়ে গিয়েছেন। পুনিয়া তাঁর কাজে খুশি হয়ে বলে গিয়েছেন, বাড়মের শহর ইন্দোরের মতো হয়ে গিয়েছে। তুমি খুব ভালো কাজ করছ।
সতীশ পুনিয়া তাঁর জন্মদিন পালনে দুদিনের বাড়মের শহরে এসেছিলেন। সেখানে একটি স্টেডিয়ামের সামনে দুজনের সাক্ষাৎ ঘটে। যদিও অনেকে সমালোচনার পাশাপাশি এই ঘটনাকে একজন প্রবীণের প্রতি নবীনের সম্মান প্রদর্শন হিসেবে প্রশংসাও করেছেন। বয়স্কদের সম্মান দেখানো ভালোই তো! মন্তব্য করেছেন একজন। আরেকজন লিখেছেন, এরমধ্যে মোটেই খারাপ কিছু দেখছেন না তিনি।
তবে প্রতিক্রিয়াও হয়েছে বিস্তর। যেমন একজনের মতে, এরকম আচরণ সরকারি আধিকারিকদের পদমর্যাদাকে ক্ষুণ্ণ করে। যেমন আরেকজনের মন্তব্য, সরকারি প্রশাসনিক কর্তাদের রাজনৈতিক নেতাদের থেকে দূরত্ব বজায় রেখে চলা উচিত। তবে টিনা ডাবি এই প্রথম নয়, এর আগেও সংবাদ শিরোনামে এসেছেন বহুবার। ডাবি প্রশাসনিক পদের কাজ শুরু করেন ২০১৭ সালে আজমিরের সহকারী জেলাশাসক রূপে। আইএএস আতহার আমির খানের সঙ্গে তাঁর প্রথম বিয়ের সময়েও সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিল। ২০২০ সালে সেই বিয়ে ভেঙে যায়। তাঁর বোন রিয়া ডাবি সর্বভারতীয় সিভিল সার্ভিসেস পরীক্ষায় পঞ্চদশ স্থান পাওয়ায় ফের নাম উঠে আসে টিনার। এরপর তিনি জালোরের জেলাশাসক প্রদীপ গাওয়ান্ডকে বিয়ে করেন ২০২২ সালে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে।