শেষ আপডেট: 26th July 2024 11:08
দ্য ওয়াল ব্যুরো: শনিবার প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নবম মৃত্যু বার্ষিকী। ২০১৫ সালের ওই দিনে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সব প্রয়াত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতো কালামকেও তাঁর মৃত্যুদিনে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হয়ে থাকে। আলাদা করে কর্মসূচি নিয়ে থাকে তাঁর রাজ্য তামিলনাড়ুর সরকারও।
এবার কালামের মৃত্যুদিনকে নয়া মাত্রা দিতে চলেছে বিজেপির জাতীয় সংখ্যালঘু মোর্চা। শনিবার সব রাজ্যে কালামের স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপনে বড় কর্মসূচি নিয়েছে সংখ্যালঘু মোর্চা। দিল্লিতে বড় সমাবেশে ভাষণ দেবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
সেখানে কেন্দ্রীয় মন্ত্রী এবং দলের প্রথম ও মাঝারি সারির নেতাদের হাজির থাকতে বলা হয়েছে। একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে রাজ্য ইউনিটগুলিকেও। প্রত্যেক রাজ্য থেকে ছয়জন তরুণ-যুবাকে যুবা উদ্যোমী পুরস্কার দেবে সংখ্যালঘু মোর্চা। এ জন্য ৬ অগাস্ট পর্যন্ত দরখাস্ত গ্রহণ করবে ওই সংগঠন।
প্রশ্ন হল, বিজেপি কেন প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যদিন এত গুরুত্ব দিয়ে পালনের সিদ্ধান্ত নিয়েছে। আসলে কামাল ছিলেন পছমন্দা বা পিছিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ। নিজের চেষ্টায় তিনি দেশের সেরা বিজ্ঞানী হয়েছিলেন। সেই কৃতিত্বের কারণেই তাঁকে রাষ্ট্রপতি পদের জন্য বেছে নিয়েছিল বেশিরভাগ দল। অন্যদিকে, বিজেপি অনেক দিন ধরে দেশে মুসলিমদের গরিব অংশকে কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাতে তারা খানিক সফল হয়েছিল। কিন্তু এবারের লোকসভা ভোটে মুসলিমরা বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তা নিয়ে আক্রোশের কারণেই বাংলায় বিজেপির অন্যতম মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় বৈঠকে বলে বসেন, মুসলিমদের ভোট আমরা চাই না। তুলে দেওয়া হোক সংখ্যালঘু মোর্চা।
শুভেন্দুর কথার কড়া নিন্দা করে আগেই বিবৃতি দেন বিজেপির সংখ্যালঘু সেলের প্রধান জামাল সিদ্দিকী। অন্যদিকে, কালামের মৃত্যুদিনকে সামনে রেখে মুসলিম মন জয়ের চেষ্টা চালাচ্ছে সংখ্যালঘু মোর্চা। বলাই বাহুল্য দলের শীর্ষস্তর থেকেই এই ব্যাপারে নির্দেশ এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং দলের সভায় বলেন, সংখ্যালঘুদের গরিব অংশের সঙ্গে পার্টির সখ্য বাড়ানো দরকার।
কালামের মৃত্যুদিন পালন নিয়ে সংখ্যালঘু সেলের ব্যাখ্যা। তিনি ছিলেন দেশের পিছিয়ে থাকা অংশ থেকে সাফল্যের শিখরে পৌঁছানো মানুষদের অন্যতম। তাই তাঁর জীবনের অবদান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে চায় সংখ্যালঘু মোর্চা।