শেষ আপডেট: 16th September 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে কেন পেট্রলের দাম কমছে না। সোমবার এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত হলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন। বর্ষীয়ান তৃণমূল এমপি এদিন এক্স বার্তায় লিখেছেন, গত ১০ বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ২৪ শতাংশ। কিন্তু ভারতে পেট্রলের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
তিনি হিসাব-পরিসংখ্যান দিয়ে লিখেছেন, ২০১৪ সালের অগস্টে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১০২ মার্কিন ডলার। আর ভারতে পেট্রলের দাম ছিল ৭৩ টাকা প্রতি লিটার। ২০২৪ সালে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম কমে ৭৮ মার্কিন ডলার হলেও এদেশে পেট্রলের লিটারপ্রতি দাম চড়েছে ৯৫ টাকায়।
Why are petrol prices in India not decreasing despite a decline in global crude oil prices?
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) September 16, 2024
???????? Aug 2014: Crude oil = $102/barrel and petrol price was Rs 73
???????? Aug 2024: Crude oil = $78/barrel and yet petrol price is Rs 95
???????? In the last 10 years, crude oil price DOWN by…
আন্তর্জাতিক বাজারে যখন হু-হু করে অপরিশোধিত তেলের দাম পড়েছে, তখন ভারতে কেন পেট্রলের দাম কমেনি, প্রশ্ন তুলেছেন তৃণমূল এমপি ডেরেক। তাঁর দাবি, গত ১০ বছরে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম ২৪ শতাংশের কাছাকাছি কমেছে। অথচ ভারতে তা বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এক্সবার্তায় ডেরেকের শেষ মন্তব্য, তেল কোম্পানিগুলির হাতে অভাবনীয় মুনাফা তুলে দেওয়া হলেও তা গ্রাহকদের কাছে পৌঁছয়নি।
উল্লেখ্য, গত সাধারণ নির্বাচনের আগে পেট্রল-ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছিল। কিন্তু তার আগের দুবছর তা প্রায় এক জায়গায় দাঁড়িয়ে ছিল। গত সপ্তাহে পেট্রলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব পঙ্কজ জৈন বলেছিলেন, একটি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সুস্থিতিকর অবস্থায় এলে দেশীয় তেল কোম্পানিগুলি দাম কমানোর বিষয়ে ভাবনাচিন্তা করবে।