আল্লু অর্জুন
শেষ আপডেট: 13th December 2024 13:23
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ার শো চলাকালীন দর্শকদের ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ৩৫ বছর বয়সী এক মহিলা, তাঁর নাম রেবতী। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছিল তাঁর ১৩ বছরের ছেলে শ্রী তেজ। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য থিয়েটারের মালিক, ম্যানেজার এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের (Allu Arjun Arrested) করা হয়েছিল।
৪ ডিসেম্বর রাতে সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার শো দেখতে বহু মানুষের ভিড় জমে। জানা যায়, আল্লু অর্জুন নিজে শোতে উপস্থিত থাকবেন, এ খবর ছড়িয়ে পড়ায় উত্তেজনা বাড়ে। রাত ৯.৩০টা নাগাদ আল্লু অর্জুন থিয়েটারে পৌঁছলে ভিড় আরও বেড়ে যায়। তাঁর নিরাপত্তা টিম ভিড় সামাল দিতে চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দর্শকরা একসঙ্গে থিয়েটারে ঢোকার চেষ্টা করলে নীচতলার ব্যালকনিতে পদপিষ্টের ঘটনা ঘটে। এতে রেবতী ও তাঁর পুত্র শ্বাসকষ্টে আক্রান্ত হন। পুলিশ তৎক্ষণাৎ লাঠিচালানো শুরু করে। উদ্ধারকাজও শুরু হয়। কিন্তু রেবতীকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে গভীর দুঃখপ্রকাশ করেছিলেন আল্লু অর্জুন। একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, “আমি ২০ বছর ধরে এই থিয়েটারে সিনেমা দেখতে আসছি। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা পরিবারটির পাশে আছি এবং সমস্ত সাহায্য করতে প্রস্তুত।” তিনি রেবতীর পরিবারকে ₹২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন এবং শ্রী তেজের চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন বলে জানান।
ঘটনার জন্য থিয়েটার কর্তৃপক্ষ এবং আল্লু অর্জুনের নিরাপত্তা বাহিনীর গাফিলতিকে দায়ী করে চিক্কাডপল্লী থানায় মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ও ১১৮(১) ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশের তদন্তে উঠে এসেছে যে, থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের বিশৃঙ্খলা রোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। আল্লু অর্জুনের আসার ব্যাপারে সঠিক তথ্যও জানানো হয়নি।
পুলিশ ইতিমধ্যেই থিয়েটারের মালিক সন্দীপ, সিনিয়র ম্যানেজার নাগারাজু এবং ম্যানেজার বিজয় চন্দ্রকে গ্রেফতার করেছে। তাঁদের আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে মামলা খারিজের দাবিতে আল্লু অর্জুন হাইকোর্টে মামলা করেছিলেন। কিন্তু সেই মামলার শুনানির আগেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।