শেষ আপডেট: 15th July 2024 14:43
দ্য ওয়াল ব্যুরো: বাজারে গিয়ে তামাম জনতার যখন মাথায় বজ্রপাত, তখন গোড়ায় গলদ ধরা পড়ল পাইকারি বাজারের দামে। আদতে জুন মাসে পাইকারি জিনিসপত্রের দাম ৩.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে সবজি, খাদ্যশস্য এবং ফল সবই রয়েছে। এগুলির ক্ষেত্রে ৬ মাসে সর্বোচ্চ ৯.৪ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে জুনে।
ভারতের আমজনতা গত মে মাসেও পাইকারি বাজারে ২.৬ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধির পাল্লায় ছিলেন। কিন্তু গত মাসে তা ১৬ মাসের ভিতর সর্বাধিক ৩.৪ শতাংশে পৌঁছেছে। এর ফলে খাদ্যমূল্য বৃদ্ধি ঘটেছে ৮.৭ শতাংশ এবং উৎপাদিত পণ্যের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ হয়ে ১.৪৩ শতাংশ হয়েছে।
যে কারণেই খুচরো বাজারে এর প্রভাব পড়ে। সবজি, খাদ্যশস্য থেকে ফলপাতির দাম হু-হু করে বেড়েছে। চার মাসের মধ্যে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি খবরে শিরোনামে উঠে আসে। জুনে গত চার মাসের ভিতর সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে খুচরো বাজারে, ৫.০৮ শতাংশ। মে মাসে যা ছিল ৪.৮ শতাংশ।
সোমবার কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, খাদ্যসামগ্রী, উৎপাদিত খাদ্যপণ্য, অপরিশোধিত তেল ও গ্যাস, খনিজ তেল ও অন্যান্য জিনিসের দামের বৃদ্ধির কারণেই এর প্রভাব পড়েছে। পাইকারি বাজারে খাদ্যসামগ্রীতে জুনে মূল্যবৃদ্ধি ঘটেছে ১০.৮৭ শতাংশ। মে মাসে তা ছিল ৯.৮২ শতাংশ।
তরিতরকারি-সবজির বাজারে জুনে বৃদ্ধি পেয়েছে ৩৮.৭৬ শতাংশ। মে-তে তা ছিল ৩২.৪২ শতাংশ। পাইকারি বাজারে পেঁয়াজ অগ্নিমূল্য হয়েছে। প্রায় ৯৩.৩৫, আলু ৬৬.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে জুনে। অন্যান্য মশলার দাম বেড়েছে ২১.৬৪ শতাংশ।