শেষ আপডেট: 11th February 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল অ্যারেস্টের আতঙ্ক দিনদিন বাড়ছে বৈ কমছে না। এবার একজনকে নয়, গোটা পরিবারকে একসঙ্গে বন্দি করে রাখল প্রতারকরা! লুটে নেওয়া হল ১ কোটি টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নয়ডায়। সরকারি আধিকারিক সেজে ওই পরিবারের কাছে ফোন এসেছিল। তারপর ৫ দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল তাঁদের।
চন্দ্রভান পালিওয়াল নামে এক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি তাঁর কাছে একটি ফোন এসেছিল। তাঁকে বলা হয় টেলিকম রেগুলেটরি অথোরিটিতে ফোন করতে নাহলে তাঁর ফোন নম্বর ব্লক করে দেওয়া হবে। এও দাবি করা হয়, একটি প্রতারণার মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে এবং তাঁর এই ফোন নম্বরটির সন্ধান পাওয়া গেছে।
ব্যক্তির দাবি, এই ফোনের ঠিক ১০ মিনিটের মধ্যে এক 'আইপিএস' অফিসার ভিডিও কল করেন তাঁকে। তারপর বলা হয়, তাঁর নামে নাকি ২৪টি মামলা রয়েছে, আর্থিক প্রতারণার মামলাতেও তাঁর নাম পাওয়া গেছে। একই সঙ্গে এও দাবি করা হয়, সিবিআই এই মামলার তদন্ত করছে। পালিওয়াল জানিয়েছেন, একইরকম ভাবে পরপর ভিডিও কল করা হয়েছিল তাঁর মেয়ে এবং স্ত্রীকেও। টানা ৫ দিন তাঁরা ফোন রাখতেই পারেননি। এর মাঝেই শুধুমাত্র গ্রেফতারির হুমকি দিয়ে তাঁদের থেকে ১ কোটি টাকা নেওয়া হয়েছে।
সাইবার প্রতারণা রুখতে ইতিমধ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করে কাজ শুরু করেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো অর্ডিনেশন সেন্টার।
‘ডিজিটাল অ্যারেস্ট’ আসলে কী?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, নারকোটিক্স শাখা, আরবিআই, ট্রাই, শুল্ক বা আয়কর আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করেন প্রতারকেরা। ওই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর কোনও অভিযোগের কথা বলা হয়। কখনও আবার তাঁর সন্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। এক বার সেই ফাঁদে পা দিলেই ‘ডিজিটাল গ্রেফতার’ করা হয় ব্যক্তিকে।
ফোন করার সময় যে তদন্ত সংস্থার নাম নিয়ে ফোন করা হয়েছে, সেই সংস্থার ইউনিফর্ম পরে থাকেন প্রতারকেরা। সংস্থার দফতরের আদলে ঘরও সাজানো হয়। তাই ভিডিও কলে সেসব দেখে যথেষ্ট বিশ্বাস করে ফেলেন 'টার্গেট' হওয়া ব্যক্তি। এর পরে 'মামলা' থেকে মুক্তি দেওয়ার শর্তে মোটা টাকা দাবি করেন। টাকা না দিলে কঠিন শাস্তি পেতে হবে বলেও ভয় দেখানো হয়। এ ভাবেই সাধারণ মানুষদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা।