Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা
Pahalgam Incident

'এই দায় কার? এখনও জঙ্গিদের সন্ধান নেই কেন?', পহেলগাম নিয়ে অভিষেকের সুরে মোদীকে তোপ মহুয়ার

সোমবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে প্রধানমন্ত্রী মোদীর (Pm Modi) উদ্দেশে মহুয়া সওয়াল করলেন—'দেশবাসী জবাব চায়'।

 'এই দায় কার? এখনও জঙ্গিদের সন্ধান নেই কেন?', পহেলগাম নিয়ে অভিষেকের সুরে মোদীকে তোপ মহুয়ার

মহুয়া মৈত্র।

শেষ আপডেট: 2 July 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ভূখণ্ডে ঢুকে পহেলগামের (Pahalgam Incident) বৈসরণ উপত্যকায় রক্তঝরা নৃশংসতা ঘটিয়েছে পাক জঙ্গিরা। এপ্রিলের সেই ভয়াল ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় দু’মাস। ২৬ জন নিরীহ মানুষের প্রাণ যাওয়ার পরও এখনও অধরা হামলাকারীরা। প্রশ্ন একটাই—এই দায় কার? কেন এখনও জঙ্গিদের সন্ধান নেই?

এই প্রশ্নই গত কয়েক সপ্তাহ ধরে তুলছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee ) কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় পাঁচটি প্রশ্ন তুলে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। এবার সেই সুরেই সরব হলেন দলের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)। সোমবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে প্রধানমন্ত্রী মোদীর (Pm Modi) উদ্দেশে মহুয়া সওয়াল করলেন—'দেশবাসী জবাব চায়'।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরণ উপত্যকায় অতর্কিতে হামলা চালিয়েছিল চার জন জঙ্গি। মৃত্যু হয়েছিল ২৬ জন সাধারণ মানুষের। ভারতীয় সেনা তার জবাবে ‘অপারেশন সিঁদুর’ চালালেও মূল প্রশ্ন থেকেই গিয়েছে—জঙ্গিরা কীভাবে সীমান্ত টপকে দেশে ঢুকে এমন ভয়ঙ্কর হামলা চালাতে পারল?

এ নিয়ে আগেই সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি প্রশ্ন তুলেছিলেন, “চার সন্ত্রাসী কীভাবে সীমান্ত পেরিয়ে এল? জাতীয় নিরাপত্তার এই ফাঁকফোকরের দায় কার? গোয়েন্দা ব্যর্থতা যদি হয়ে থাকে, তাহলে সেই ব্যুরোর প্রধানকে পুরস্কারস্বরূপ মেয়াদ বাড়ানো হল কেন? কীসের ভিত্তিতে তাঁর মেয়াদ বাড়ানো হল হামলার এক মাস পরেই? সত্যি কী কেন্দ্র জবাবদিহি করতে চাইছে না?”

এই প্রশ্নগুলি সামনে আসার পরেও কেন্দ্রের তরফে কোনও জবাব আসেনি। বরং সংসদে এই ইস্যুতে বিশেষ অধিবেশন ডাকার বিরোধী দলের দাবিও কার্যত উপেক্ষিত। এদিন সেই প্রশ্ন টেনে মহুয়া মৈত্র বলেন, “সমস্ত বিরোধী দল যখন পহেলগাম হামলা নিয়ে বিশেষ অধিবেশন চাইছে, তখন কেন কেন্দ্র চুপ? কেন তারা ভীত?”

তিনি আরও বলেন, “জাতীয় নিরাপত্তা নিয়ে কোনও রকম দায় এড়ানোর চেষ্টা বরদাস্ত করবে না দেশের মানুষ। তাঁরা জানতে চায়, ঠিক কী হয়েছিল? কার গাফিলতিতে এতগুলো প্রাণ চলে গেল? এবং কেন এখনও সেই জঙ্গিদের খুঁজে বের করা সম্ভব হল না?”
 


ভিডিও স্টোরি