শেষ আপডেট: 8th November 2024 12:40
দ্য ওয়াল ব্যুরো: সিআইডি’র সাইবার সেলের উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। অনুষ্ঠান শেষে সিআইডি’র কনফারেন্স রুমে শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক পূর্ব নির্ধারিত ছিল। সেখানে তাঁকে চায়ের সঙ্গে সিঙ্গারা এবং কেক দেওয়ার কথা থাকলেও তা পরিবেশন করা হয়নি। কোথায় গেল মুখ্যমন্ত্রীর জন্য পাঁচতারা হোটেল থেকে আনানো সিঙ্গারা ও কেক? উধাও রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে হিমাচল প্রদেশের সিআইডি। পাঁচ অধস্তন অফিসারকে কারণ দর্শানোর নোটিস ধরিয়েছে রাজ্য তদন্তকারী সংস্থাটি। প্রাথমিক অনুসন্ধান রিপোর্টে সিআইডি’র এক আইজি পদমর্যাদার অফিসার এই ঘটনাকে সরকার ও বাহিনী বিরোধী কাজ বলে উল্লেখ করেছেন। লিখেছেন, সিআইডি’র কিছু অফিসার পদস্থদের সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছেন। এটা চূড়ান্তভাবে শৃঙ্খলা বিরোধী কাজ। শুক্রবার অভিযুক্ত অফিসারদের বয়ান রেকর্ড করা হবে।
এদিকে, বিষয়টি নিয়ে বিজেপি সরব হতেই তৎপর হয়েছে মুখ্যমন্ত্রীর অফিস। বিজেপির বক্তব্য, রাজ্য প্রশাসন জনসাধারণের সমস্যার সমাধান করার পরিবর্তে মুখ্যমন্ত্রীর জন্য আনা সিঙ্গারা, কেক কোথায় গেল তা খুঁজতে বেশি ব্যস্ত। রাজ্যের অসংখ্য অপরাধের কিনারা করতে পারেনি সিআইডি। তাদের সেদিকে নজর দেওয়া দরকার।
এদিকে, মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে দাবি করা হয়েছে, সুখুর খাবারের তালিকায় কেক, সিঙ্গারা ছিল না। কারণ, চিকিৎসকের পরামর্শে তিনি তেলেভাজা এবং মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন না। তা সত্ত্বেও সিআইডি যদি ওই দুটি খাবার মুখ্যমন্ত্রীর জন্য এনে থাকে তার দায় ওই সংস্থার। মুখ্যমন্ত্রীকে জড়ানো ঠিক হচ্ছে না।
ঘটনার প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট বলছে, মুখ্যমন্ত্রীকে পরিবেশন না করা হলেও সেগুলি তাঁর নিরাপত্তা রক্ষীরা খেয়েছেন। সিআইডি’র এক মহিলা ইন্সপেক্টর কেক ও সিঙ্গারা মুখ্যমন্ত্রীর রক্ষীদের হাতে তুলে দিয়েছিলেন। সেই মহিলা আধিকারিককেও কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে।
প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী গত মাসের শেষে সিমলায় সিআইডির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানের দিন বাহিনীর আইজি পদমর্যাদার এক অফিসার মুখ্যমন্ত্রীর জন্য র্যাডিশন হোটেল থেকে সিঙ্গারা ও কেক আনতে পাঠান দুই সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে। তাঁরা নির্দিষ্ট সময়ে সেগুলি এনে মহিলা ইন্সপেক্টরের হাতে তুলে দেন। তিনি সেগুলি পর্যটন দফতরের আধিকারিকদের হাতে তুলে দিতে যান। মুখ্যমন্ত্রীর টেবিলে খাবার পরিবেশন করার কথা ছিল পর্যটন দফতরের কর্মীদের।
প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট বলছে, পর্যটন দফতরের কর্তব্যরত আধিকারিক সেগুলি নিতে চাননি। তিনি জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর মেনুতে কেক, সিঙ্গারা নেই। সিআইডি’র সেই মহিলা আধিকারিক তখন পাঁচতারা হোটেলের সেই কেক, সিঙ্গারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের খেতে দেন।
সিআইডি’র পদস্থ কর্তাদের বক্তব্য, এত বড় একটি সিদ্ধান্ত অধস্তন অফিসারেরা নিজেরা নিয়েছেন। পদস্থদের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি। মুখ্যমন্ত্রীর জন্য কেক, সিঙ্গারা যখন আইজি পদমর্যাদার অফিসার আনার নির্দেশ দিয়েছিলেন, তখন সেগুলি অন্যদের খেতে দেওয়ার আগে তাঁর অনুমতি নেওয়া উচিত ছিল।
এদিকে, সিআইডি’র শীর্ষস্তরেও এই ঘটনা নিয়ে বিবাদ শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট আইজি কী করে মুখ্যমন্ত্রীর জন্য পাঁচতারা হোটেল থেকে কেক, সিঙ্গারা আনালেন। অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের ভার ছিল পর্যটন দফতরের উপর। মুখ্যমন্ত্রীর অফিস ওই দফতরকে জানিয়ে দিয়েছিল সুখু কী খাবেন আর কী খাবেন না। ফলে মুখ্যমন্ত্রীকে বিতর্কে জড়িয়ে দিয়েছেন কে, ওই অধস্তন পাঁচ আধিকারিক নাকি আইজি স্বয়ং, সে প্রশ্নও উঠেছে। তদন্ত এখনও শেষ হয়নি।