শেষ আপডেট: 21st January 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো: ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। অযোধ্যা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনটি বিশেষভাবে শুভ। শাস্ত্রমতে বিশেষ এই মুহূর্তকে বলা হয় হরি বিষ্ণু মুহুর্ত। ৪১ বছর পর এসেছে বিশেষ এই সন্ধিক্ষণ।
আগামী সোমবার সূর্যোদয় থেকে সারাদিন থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগ। দিনের শেষে রবি যোগও ঘটবে। রয়েছে মৃগাশিরা নক্ষত্রও। এই দিনে, চাঁদও তার উচ্চ রাশি বৃষ রাশিতে থাকবে। কোন কোন রাশির জাতক জাতিকারা এই দিনে বিশেষ ভাবে উপকৃত হবে নীচে রইল তার বিস্তারিত বিবরণ।
মেষ: কাজের প্রয়োজনে দূরে যেতে হতে পারে। সাংস্কৃতিক কর্মে সাফল্যের সুবাদে সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। ব্যবসায়িক কারণে ঋণ নিয়ে চিন্তায় থাকবেন।
বৃষ: আর্থিক প্রাপ্তি উল্লেখ করার মতো না-হলেও কর্ম দক্ষতার কমবেশি স্বীকৃতি মিলতে পারে। বন্ধুর সহায়তায় সম্পত্তি সমস্যার সুষ্ঠু সমাধানের আশা।
মিথুন: স্বনিযুক্তি প্রকল্পের মতো উপার্জনের বিকল্প পথে সাফল্যের সূচনা। পরাক্রমী মনোভাব নিয়ে অধস্তন কর্মীকে আয়ত্তে আনা যাবে না।
কর্কট: উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হাতছাড়া করে পস্তাতে হতে পারে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অনেক চেষ্টার পরে উদ্ধার হতে পারে। অনর্থক অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করতে না-পারলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
সিংহ: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে একাধিক কাজের সুযোগ আসতে পারে। বেফাঁস মন্তব্যে কর্মক্ষেত্রে হোক বা সামাজিক বৃত্তে বিড়ম্বনা বাড়তে পারে। স্বাস্থ্য সম্বন্ধে চিন্তার কোনও কারণ দেখা যায় না।
কন্যা: কর্মক্ষেত্রে প্রতিকূলতার মধ্যে সাফল্য ও স্বীকৃতির ইঙ্গিত। পৈতৃক সম্পত্তির দেখাশোনা নিয়ে স্বজনবিরোধ চরম আকার ধারণ করতে পারে। দুশ্চিন্তায় স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
তুলা: পুরনো বন্ধুর অনৈতিক কাজের জন্য অসন্তোষ ও বিচ্ছেদের আশঙ্কা। যুক্তিপূর্ণ বাক্যের দ্বারা সন্তানকে কাছে টেনে নিন। অন্যত্র কোথাও থেকে নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে।
বৃশ্চিক: উপার্জন বাড়ানোর নতুন পথ নিয়ে প্রিয়জনের ভিন্ন মতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। কাজের সূত্রে এক জায়গা থেকে অন্যত্র যেতে হতে পারে। বহুদিনের মনের কোনও সুপ্ত বাসনা পূরণ হতে পারে।
ধনু: উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। বিভিন্ন সমস্যায় বহু অর্থ ব্যয়ে নাজেহাল, সঞ্চয়ে হাত পড়তে পারে।
মকর: সম্পত্তি সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিয়ে ভাইবোনের সঙ্গে সফল আলাপ আলোচনা। কর্মস্থলে অপ্রীতিকর পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন।
কুম্ভ: হিসেবনিকেশের কাজে যুক্ত ব্যক্তিদের ঠিকমতো হিসেব রাখা একান্ত জরুরি, নচেৎ বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে। সন্তানের সাফল্যে গর্ব বোধ করবেন।
মীন: পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগের সূত্রে বৃত্তি বদলের চিন্তা সফল হতে পারে। চঞ্চল প্রকৃতির কোনও বন্ধুকে নিয়ে উত্তেজনা থাকতে পারে।