শেষ আপডেট: 17th September 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতি সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের একশো দিন উপলক্ষে বিদেশ মন্ত্রকের কাজের অগ্রগতি নিয়ে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গ আসে। ভারতের বিদেশ মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক যে উচ্চতায় উঠেছে আমরা তা বজায় রাখতে চাই। আশাকরি সে দেশের শাসকেরাও তাই চাইবেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন।
সে দেশের বর্তমান শাসক তথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে।
হাসিনা বিরুদ্ধে আন্দোলনকেও ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেছিল। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইউনুস। তখনও তিনি দেশের দায়িত্ব নেননি। দায়িত্ব নেওয়ার পর দেড় মাস পেরতে চললেও বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেই পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল সাক্ষাৎকারে। এখনও ভারত চলমান অস্থিরতাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ই বলছে। নয়াদিল্লির এই ব্যাপারে অবস্থান বদল হয়নি বুঝিয়ে দেন বিদেশ মন্ত্রী।
সাক্ষাৎকারে জয়শঙ্কর বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম না করে তাঁর কথার জবাব দেন। তিনি বলেন, প্রতিবেশীরা সর্বদা একে অপরের উপর নির্ভরশীল হয়। আাশাকরি বাংলাদেশ চলমান অস্থিরতা কাটিয়ে উঠে এটা উপলব্ধি করবে্। ভারতের বিদেশমন্ত্রী বলেন, আমরা দু দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যেও চমৎকার সম্পর্ক বিদ্যমান।
ভারতের বিদেশ মন্ত্রীর কথায়, কোনও সম্পর্কই এক তালে চলে না। সম্পর্কের ওঠানামা থাকেই। প্রতিবেশীরা সম্পর্কের উন্নতি চায় কিনা সেটাই আসল।