শেষ আপডেট: 16th December 2024 16:13
দ্য ওয়াল ব্যুরো: সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দুই বাংলাই এখন আন্দোলিত। এরই মধ্যে গত ৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিনি।
ভারত-বাংলাদেশের ওই দ্বিপাক্ষিক বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা সংসদে প্রকাশের দাবি জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন লোকসভায় অভিষেক বলেন, "সরকারের সিদ্ধান্তের পাশে আছে বাংলার সরকার। কিন্তু কোনও মন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় গেলে তাদের উচিত সংসদে এসে সদস্যদের সে বিষয়ে আপডেট করা। এটা সংসদীয় রাজনীতির একটি অংশ। এটি একটি ন্যূনতম সৌজন্য, যা প্রতিটি সংসদ সদস্য সরকারের কাছ থেকে প্রত্যাশা করে। ফলে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার বিষয় সংসদে প্রকাশ করা উচিত।"
অভিষেক এও বলেন, "যদি সরকার তা করতে না চায়, তাহলে বুঝতে হবে ১৪০ কোটি ভারতীয়কে অন্ধকারে রাখতে চাইছে সরকার।"
'বাংলাদেশে যা ঘটছে তা নিন্দনীয় ও সত্যিই দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে অভিষেক আগেই জানিয়েছিলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কী হবে তা দিল্লির সরকার স্থির করবে। মানুষ তাদের সেজন্য জনাদেশ দিয়েছে। এটা আন্তর্জাতিক বিষয়। সুতরাং এ ব্যাপারে নয়াদিল্লি তথা বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সেটাই তৃণমূলের অবস্থান হবে।
একই সঙ্গে তিনি এদিন এও স্পষ্ট করে দেন, "সরকার যদি এভাবে দেশের মানুষকে অন্ধকারে রেখে বিভ্রান্ত করতে চায়, তাহলে দেশের মানুষও সঠিক সময়ে সরকারকে যোগ্য জবাব দেবে।"