শেষ আপডেট: 23rd July 2024 16:31
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর সপ্তম বাজেটে নারীকল্যাণে কী পদক্ষেপ নিলেন? এবারের বাজেট প্রস্তাবে নারী উন্নয়নে সামান্য কিছু প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকার। সীতারামন বলেন, কেন্দ্রীয় বাজেটে ৩ লক্ষ কোটি টাকার বেশি নারী ও বালিকা উন্নয়ন এবং বিকাশের জন্য বরাদ্দ রাখা হয়েছে। দেশের অর্থনৈতিক বিকাশে মহিলাদের ভূমিকা যাতে জোরদার হয়, তার জন্য সরকার দায়বদ্ধ। সেই লক্ষ্যেই এই বাজেট বরাদ্দের প্রস্তাব।
মানবসম্পদের মহিলাদের ভাগীদারিত্বে উৎসাহ জোগাতে চায় সরকার। সেই লক্ষ্যে সরকার শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতায় কর্মরতা মেয়েদের জন্য ওয়ার্কিং উওমেন হস্টেল তৈরি করবে। সেখানে ক্রেশের সুবিধাও থাকবে। শিল্প-সরকার যৌথ অংশীদারিত্বে মহিলাকেন্দ্রিক দক্ষতা অর্জন কেন্দ্র তৈরি করা হবে। মহিলা পরিচালিত এসএইচজি এন্টারপ্রাইজেসগুলির জন্য বাজার ধরে দেওয়ার কাজ মজবুত করবে সরকার। যাতে তাঁদের নির্মিত সামগ্রী সহজেই বাজার ধরতে পারে।
সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে মহিলাদের প্রাধান্য দেবে তাঁর সরকার। একথা জানিয়ে সীতারামন আরও বলেন, আমরা মহিলাদের শক্তিকে আরও ত্বরান্বিত করব। উল্লেখ্য, এদিনের ৫৭ মিনিটের ভাষণে মোট ১৩ বার মহিলা শব্দটি উচ্চারণ করেন সীতারামন।
নির্মলা সীতারামন আরও বলেন, সরকারের লক্ষ্য থাকবে গরিব, মহিলা, যুব এবং অন্নদাতাদের প্রতি। তিনি বাজেট ভাষণের শুরুর দিকেই বলেন, এই প্রস্তাবে সরকার ৯টি বিষয়কে প্রাধান্য দিয়েছে। সেগুলি হল, কৃষি উৎপাদন ও কৃষিতে স্থিতিস্থাপকতা, কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়ন বৃদ্ধি, মানবসম্পদ বৃদ্ধি ও সামাজিক ন্যায়বিচার, কলকারখানা ও পরিষেবা বৃদ্ধি, চাকরির সুযোগ তৈরি, নগরোন্নয়ন, বিদ্যুৎ, পরিকাঠামো, গবেষণা ও আগামী প্রজন্মের জন্য সংস্কার।