শেষ আপডেট: 30th January 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: মধ্যবিত্তের স্বস্তি, ছাতা-জুতোর মতো চিনা সামগ্রীর উপর শুল্কবৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে উৎপাদনভিত্তিক অনুদান বৃদ্ধি, জাতীয় সম্পদের পুনরুজ্জীবন এবং শিক্ষা ও প্রশিক্ষণ খাতে বিশাল বরাদ্দ বৃদ্ধি চায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। আগামী শনিবার, ১ ফেব্রুয়ার সংসদে বাজেট প্রস্তাব পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে দেশের বণিক মহল থেকে সর্বস্তরের মানুষের আশাআকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা ফুটে উঠছে বিভিন্নভাবে। এর মধ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হয় বিজেপির প্রাণভোমরা ও মস্তিষ্ক সঙ্ঘ পরিবার কী চায়!
সঙ্ঘ পরিবার স্বীকৃত অন্তত গোটা ছয়েক সংগঠন যেমন- লঘু উদ্যোগ ভারতী, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং স্বদেশী জাগরণ মঞ্চ, যারা ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বাণিজ্য, শ্রম অধিকার ও শিক্ষাক্ষেত্র নিয়ে আন্দোলন করে, তারা নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে এই আশাআকাঙ্ক্ষার কথা জানিয়েছে।
আরএসএস বিশ্বাস করে যখন বিরাট আর্থিক সংস্কার, শুল্ক আদায় এবং রাজস্ব সংগ্রহের পরিমাণ বৃদ্ধি জরুরি। তখন আর্থিক নীতিকে মধ্যবিত্তের উপর থেকে বোঝা কমাতে হবে। দৈনন্দিন চাপ কমানোর চেষ্টা থাকতে হবে। একইসঙ্গে স্থানীয় ও ক্ষুদ্র ব্যবসাকে উৎসাহ দিতে হবে। এমনকী অতিরিক্ত পরিমাণে বেসরকারিকরণের প্রবণতা এড়িয়ে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিকে রক্ষাকবচ দিতে হবে।
আরএসএস ধারাবাহিকভাবে মধ্যবিত্তের উপর থেকে জীবনধারণের আবশ্যক দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ কমানোর দাবি জানিয়ে আসছে। কারণ এই মধ্যবিত্ত শ্রেণিই দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং বিজেপির ভোট ব্যাঙ্কের সিংহভাগ বলে জানিয়েছে সঙ্ঘ। সঙ্ঘী সংগঠনগুলি মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য কর-স্বস্তি, স্বাস্থ্য এবং শিক্ষায় উচ্চহারে ছাড় এবং মুদ্রাস্ফীতি রুখতে কঠোরতম পদক্ষেপের দাবি জানিয়েছে।
আরএসএসের শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ এবং লঘু উদ্যোগ ভারতী বারবার স্থানীয় ব্যবসা ও পুঁজিকে উৎসাহ দেওয়ার দাবি জানিয়ে এসেছে। একইসঙ্গে তারা ক্ষুদ্র ও মাঝারি দেশীয় শিল্পগুলিকে বাঁচাতে বহুজাতিক কোম্পানিগুলির উপর নির্ভরতা কমানোর উপর জোর দিয়েছে। সঙ্ঘ পরিবার চায় সহজ শর্তে ঋণ, কম সুদ এবং দেশীয় উৎপাদনে জোর দিতে। অর্থনীতিতে জোয়ার আনতে ঘরের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উৎসাহ প্রদান এবং চাকরির নতুন নতুন ক্ষেত্র তৈরি করা হোক।