শেষ আপডেট: 11th March 2025 21:50
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বালুচিস্তানে ফের জঙ্গি হামলা। একটি ট্রেন লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে, ট্রেন চালককে জখম করে যাত্রী ও নিরাপত্তা রক্ষীদের পণবন্দি করেছে জঙ্গিরা। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি প্যাসেঞ্জার ট্রেন ছিনতাই করে তারা। বালুচিস্তানের কোয়েট্টা থেকে ট্রেনটি খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিদল। বালুচ লিবারেশন আর্মি নামে জঙ্গি সংগঠন এই ট্রেন অপহরণের দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ট্রেন থেকে অগুনতি যাত্রী ও নিরাপত্তা রক্ষী এখন তাদের হেফাজতে বন্দি রয়েছে।
কারা এই বালুচ লিবারেশন আর্মি? বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ হল স্বাধীন বালুচিস্তান গঠনের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। যারা পাকিস্তানের অধীনতামুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের লড়াই চালিয়ে যাচ্ছে কয়েক যুগ ধরে। বালুচিস্তানের প্রাক্তন শাসক খান অফ কালাত-কে বলপ্রয়োগ করে এলাকা দখল করেছিল বলে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই অঞ্চলের অসংখ্য ছোটবড় সংগঠন। তাদেরই মতো একটি সংগঠনের নাম বিএলএ।
১৯৪৮ সালে পাকিস্তান বালুচিস্তান অধিগ্রহণের নামে তাদের স্বাধীনতা হরণ করে বলে বালুচদের দাবি। সেই থেকে তারা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়াল লড়াই চালিয়ে যাচ্ছে। বিএলএ-কে আমেরিকা ও পাকিস্তান উভয় দেশই জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। যদিও কয়েক দশক ধরে স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বালুচিস্তান হল পাকিস্তানের খনিজ সম্পদে ভরা অত্যন্ত সমৃদ্ধশালী একটি এলাকা।
তাদের আরও অভিযোগ, জনসংখ্যায় খুব কম হওয়ার দরুন পাকিস্তান এই এলাকার সংখ্যালঘু জনজাতির উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই এলাকার উন্নয়নে কোনও কাজ না করলেও এখানকার তেল ও খনিজ সম্পদকে শুষে চলেছে। যেখানে এখানকার মানুষ প্রতিনিয়ত চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলেছে। এদিন হামলার পর বিএলএ বিবৃতিতে অভিযোগ তুলেছে, পাকিস্তানি সেনানায়ক এবং তাদের পাঞ্জাবি অভিজাতরা আয়েশ করার জন্য এই অঞ্চলের সম্পদ লুটে চলেছে। বালুচিস্তানের অতি মূল্যবান খনিজ সম্পদ কেবলমাত্র বালুচ রাষ্ট্রের সম্পত্তি। উল্লেখ্য, এই অঞ্চলে সাম্প্রতিক জঙ্গিপনা বেড়ে গিয়েছে পাকিস্তানের কৌশলগত বন্ধুদেশ চিন আর্থিক করিডর তৈরির কাজ শুরু করার পর থেকে। মঙ্গলবারের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা যে বালুচিস্তানের সম্পদে হাত না দেয়।
এদিন হামলার খবর আসা মাত্রই প্রাদেশিক সরকার জরুরি ভিত্তিতে পুলিশ ও আধা সামরিক বাহিনী পাঠিয়েছে এলাকায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। পাক ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডন বালুচ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, জাফফর এক্সপ্রেস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সূত্রে জানা গিয়েছে, বালুচ লিবারেশন আর্মি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অপারেশন চালিয়েছে। মাশকাফ, ধাদর, বোলান এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটানো হয় রেললাইনে। সংগঠন বিবৃতিতে আরও বলে, এই বিস্ফোরণে রেললাইনে ফাটল ধরায় জাফফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়। ট্রেন মাঝপথে থেমে গেলে জঙ্গিদল ট্রেনের দখল নেয়। সংগঠনের দাবি, সব যাত্রী ও নিরাপত্তাকর্মীদের বন্দি করা হয়েছে।
জঙ্গিদের আরও দাবি, এই হামলায় ৬ পাক সেনা কর্মী নিহত হয়েছেন। কয়েকশো যাত্রী তাদের হেফাজতে রয়েছেন। পাকিস্তান কোনও ধরনের সেনা অভিযান চালালে সব যাত্রীদের খতম করার হুমকিও দিয়েছে সংগঠনটি।