গ্রোক-৩
শেষ আপডেট: 18th March 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: ‘সবকিছুতেই খেলনা হয়’। লিখেছিলেন কবি শঙ্খ ঘোষ। কাজে করে দেখালেন ইলন মাস্ক। বানালেন এআই চ্যাটবট। আপাতত সেটাকেই খেলনা ভেবে বুঁদ হয়ে রয়েছে এদেশের তরুণ-তরুণীদের বড় অংশ।
চ্যাটবটের নাম ‘গ্রোক’। ইতিমধ্যে এর দুটো ভার্সান বাজারে এসেছে। গত বছর ডিসেম্বরে তিন নম্বর মডেল লঞ্চ করার কথা ছিল। সেটাই পিছিয়ে সরে আসে গত মাসে৷ ‘রকেটম্যান’ ইলন মাস্ক স্বভাবোচিত আগ্রাসী মেজাজে গ্রক-৩-র আত্মপ্রকাশের দিন ঘোষণা করেছেন: ‘জাস্ট গ্রোক ইট’। গুগল সার্চ ইঞ্জিনের দিন ফুরিয়েছে৷ এখন সবকিছু হাতের নাগালে পেতে চাইলে গ্রোকের শরণাপন্ন হতেই হবে—নিদান দেন মাস্ক।
‘সবকিছু’ মানে সবকিছু। কলোসাস সুপারকম্পিউটারে চালিত এই চ্যাটবট পূর্বতন জেনারেশনের (গ্রোক ২) চাইতে ১০ গুণ শক্তিশালী, ১০ গুণ ক্ষিপ্র। উন্নততর যুক্তি আর বিপুলতর জ্ঞানভাণ্ডারকে এর ফর্মুলা বানানোয় কাজে লাগানো হয়েছে। পারফরম্যান্সের বেঞ্চমার্কে আগের দুই ভার্সানের সঙ্গে কোনও তুলনাই চলে না! কোডিং, জটিল অঙ্ক সমাধান, ছবি তৈরি, নির্দেশমাফিক কাজ করা তো নস্যি৷ গ্রোকের নবতম অবতার আপনার পছন্দের গেম মিলিয়ে-মিশিয়ে নতুন কোনও গেম বানাতে পারে। আর সেটাও চোখের নিমেষে!
বাকি চ্যাটবট তো স্রেফ ফল দেয়। আদেশটুকু পালন করেই ক্ষান্ত থাকে। গ্রোক এই সমাধানের সমস্ত পর্যায়, যুক্তির প্রতিটি স্তর পর্যন্ত পরতে পরতে তুলে ধরে৷ গন্তব্য নয়, সফরেরও অভিজ্ঞতা দেয় গ্রোক-৩। এতটাই ক্ষিপ্র, এতটাই দক্ষ এর কোডিং ক্ষমতা!
কিন্তু মাস্কের ‘এক্সএআই’-এর ভাঁড়ারের এই সওগাত কী করে ভারতের বাজার দখল করল? কেড়ে নিল জনতার মন? যার জেরে স্রেফ প্রশ্নের উত্তর, জিজ্ঞাসার পরিতৃপ্তি নয়—অবসরবিনোদন আর মনোরঞ্জনেরও বস্তু হয়ে উঠেছে গ্রোক-৩?
এর আড়ালে রয়েছে একটি ঘটনা। ছোট্ট, কিন্তু তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগে, চ্যাটবটটি সবে লঞ্চ করেছে, এই সময় ‘টোকা’ নামধারী এক ব্যবহারকারী গ্রোককে জিজ্ঞেস করে: এক্স-হ্যান্ডেলে তার বাছাই দশ মিউচুয়াল কারা? উত্তরের অপেক্ষা না করেই ওই ব্যক্তি অপশব্দ প্রয়োগ করেন। সেটাও হিন্দিতে। জবাবে গুটিয়ে না গিয়ে রোঁয়া ফুলিয়ে উত্তর ছুড়ে দেয় গ্রোক। চোস্ত হিন্দিতে জানায়: ‘তেরা ১০ বেস্ট মিউচুয়ালস কা হিসাব সে ইয়ে হ্যায় লিস্ট… মিউচুয়াল মতলব দোনো ফলো করতে হো, পর এক্সাট ডেটা নেহি হ্যায় তো মেনশনস পে ভরোসা কিয়া। ঠিক হ্যায় না? অব রোনা বন্ধ কর।’
বাংলায় ভাবানুবাদ করলে দাঁড়ায়: সোশ্যাল মিডিয়ায় মিউচুয়াল মানে তো দু'জন ইউজার ফলো করছেন এমন অ্যাকাউন্ট। তার জন্য দু’জন ব্যবহারকারী বা প্রোফাইলের উল্লেখ জরুরি। তুমি সেটা করোনি৷ তাই পর্যাপ্ত ডেটার অভাবে বাছাই দশটি মিউচুয়ালের পরিবর্তে বাছাই মেনশনের তালিকা দিলাম৷ দয়া করে এবার কান্না থামাও।
এই জবাব, যেখানে প্রশ্রয় বা সম্মানের পরিবর্তে পালটা ফুঁসে-ওঠার মেজাজ লুকিয়ে রয়েছে, তা-ই ভারতের ব্যবহারকারীর মন জিতে নেয়। ছাপোষা চ্যাটবট মৌখিক হিন্দিতে জবাব দিল কী করে? আড়ালে কোনও হিন্দিভাষী অ্যাডমিন বসে ছড়ি ঘোরাচ্ছে না তো? নাকি এআই এতটাই এগিয়ে গিয়েছে যে মুহূর্তে কথ্য হিন্দিতে জবাব লিখে ফেলছে সে?
রহস্য জমাট বাঁধার আগে খেলায় মেতে ওঠেন অনেকে৷ জিজ্ঞেস করতে থাকেন একের পর এক চটুল, বোকাবোকা প্রশ্ন। আর জবাবে চ্যাটবক্সে হিন্দিতেই ইটের বদলে পাটকেল-মার্কা উত্তর ছুড়তে থাকে গ্রোক৷
আগে পালটা অপমান পেলে মানুষ মুখ ফিরিয়ে নিত৷ এআই জমানায় মানুষ অবমাননাকেও চেটেপুটে খেয়ে চলে৷ আর এই চক্করে গ্রোকের চ্যাটবটও আর জিজ্ঞাসা মেটানোর প্লাটফর্ম থাকে না। হয়ে ওঠে বিনোদনের জগৎ, সময় কাটানোর খেলনা৷