Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Common Motives For Murders In India

খুনোখুনি বাড়ছে ভারতে, সবচেয়ে বেশি খুন যোগী রাজ্যে

কেবলমাত্র ২০২২ সালেই দেশে ২৮ হাজার ৫২২টি খুনের ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

খুনোখুনি বাড়ছে ভারতে, সবচেয়ে বেশি খুন যোগী রাজ্যে

শেষ আপডেট: 6 December 2023 07:57

দ্য ওয়াল ব্যুরো:  খুনের ঘটনা বেড়েই চলেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) রিপোর্ট বলছে, ২০২০ সাল থেকে ২০২২ সাল অবধি সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। এরপরেই আছে বিহারের স্থান। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থানেও গত তিন বছরে খুনের ঘটনার জন্য সবচেয়ে বেশি এফআইআর দায়ের হয়েছে। কেবলমাত্র ২০২২ সালেই দেশে ২৮ হাজার ৫২২টি খুনের ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB) তাদের ২০২২ সালের বার্ষিক রিপোর্ট সামনে এনেছে। তাতে উল্লেখ করা হয়েছে যে গত বছর সারা দেশে মোট ২৮ হাজার ৫২২টি খুনের ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ৭৮টি খুনের ঘটনা ঘটে। অর্থাৎ প্রতি ঘণ্টায় ৩টির বেশি হত্যাকাণ্ড হয় দেশে। এই তথ্য ভয় ধরিয়ে দেওয়ারই মতো।

কেন এত খুনোখুনি? এনসিআরবির রিপোর্ট বলছে, এর পিছনে নানা কারণ আছে। মহিলা ও শিশুদের উপর অত্যাচারের মাত্রা বেড়েছে, পণের জন্য খুন বেড়েছে, স্বামী-স্ত্রীর ঝগড়া, পরকীয়ার ঘটনাও রয়েছে। প্রেম ঘটিত বিবাদের জন্য খুনের ঘটনা অনেক বেড়েছে। কারণ আরও আছে। জাতপাত নিয়ে বিরোধ, দলিতদের উপর নির্যাতন, রাজনৈতিক কারণে খুন, ধর্ষণের পরে খুন এবং আরও ভয়ের ব্যাপার হল নরবলি। চলতি বছরেও দক্ষিণ ভারতে এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসে। কোনও উদ্দেশ্য পূরণের জন্য নরবলি দেওয়া হয়েছে। এমনকী শিশুরাও রেহাই পায়নি।

কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট বলছে,  ২০২১ সালে ভারতে মোট ২৯ হাজার ২৭২টি খুনের ঘটনা ঘটে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২৯ হাজার ১৯৩। গত বছরের মোট অপরাধের মধ্যে রাজনৈতিক হিংসা ও  বিরোধের জেরে খুন হয়েছিল ৯ হাজার ৯৬২।

ব্যক্তিগত হিংসার জেরে খুন হয় ৩ হাজার ৭৬১ এবং প্রেম ঘটিত কারণে খুন হয়েছিল ১ হাজার ৮৮৪ জন। এখানেই শেষ নয়। রিপোর্ট বলছে, ২০২২ সালে ভারতে সামগ্রিক ভাবে অপরাধের সংখ্যা কমেছিল। কিন্তু মহিলাদের উপর নির্যাতনের মাত্রা বেড়েছিল। গার্হস্থ্য হিংসার বলি হয়েছিলেন অনেকে। বিশেষ করে লকডাউনের সময় গার্হস্থ্য হিংসার কারণে খুনের ঘটনা বেড়েছিল।

খুনের অপরাধে রাজ্যভিত্তিক একটি রিপোর্টও প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। । ২০২২ সালে দেশের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে যোগী রাজ্যে। সর্বাধিক ৩ হাজার ৪৯১ জন খুন হয়। এরপরেই রয়েছে বিহার। সেখানে ২ হাজার ৯৩০ টি খুনের ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই। গত বছরের হিসেবে সেখানেও ১৬৯৬টি খুনের ঘটনা ঘটেছে।

২০২২ সালে কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে মোট ৫০৯টি খুনের মামলা নথিভুক্ত করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরে ৯৯, পুদুচেরিতে ৩০, চণ্ডীগড়ে ১৮, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউতে ১৬টি খুনের ঘটনা ঘটে। এছাড়া, আন্দামান ও নিকোবরে ৭ এবং লাদাখে ৫ জন খুন হয়। দিল্লিতেও খুন বেড়েছে। সেই সঙ্গেই ধর্ষণ ও অপহরণের ঘটনা বেড়েছে। ২০২২ সালেই ২৯৪টি অপহরণের ঘটনা ঘটেছে দিল্লিতে। শিশুদের অপহরণ করে খুনের ঘটনাও বেড়েছে।

শিশুদের উপর অপরাধের ঘটনাও ঘটেছে। কেন্দ্রীয় সংস্থার তথ্য বলছে, গত কয়েক বছরে শিশু ধর্ষণ ও খুনের ঘটনা সাঙ্ঘাতিকভাবে বেড়েছে দেশে। এমনকী কয়েকমাসের শিশুও রেহাই পায়নি। তাছাড়া তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকায় শিশু নির্যাতনের অনেক অভিযোগই দায়ের হয়েছে। শিশু অপহরণ করে খুন, ধর্ষণের পরে খুনের এফআইআর দায়ের হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহারে।


ভিডিও স্টোরি