Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!
Uddhav and Raj Thackeray

প্রায় বিশ বছর পর এক মঞ্চে ঠাকরে ভাইয়েরা! কেন? 'পুনর্মিলন' নিয়ে উত্তর দিলেন উদ্ধব

উদ্ধবের কথায়, “এ তো শুধু ট্রেলার মাত্র। পিকচার অভি বাকি হ্যায়। আমরা এক হয়েছি মারাঠি ভাষা ও মারাঠি গৌরব রক্ষার জন্য।”

প্রায় বিশ বছর পর এক মঞ্চে ঠাকরে ভাইয়েরা! কেন? 'পুনর্মিলন' নিয়ে উত্তর দিলেন উদ্ধব

উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে

শেষ আপডেট: 5 July 2025 08:47

দ্য ওয়াল ব্যুরো: ১৮ বছরের বিরোধ, দূরত্ব ও ঠান্ডা লড়াইয়ে ইতি টেনে এক মঞ্চে ঠাকরে পরিবারের দুই শাখা— উদ্ধব ও রাজ। শনিবার, 'আওয়াজ মরাঠিচা' নামের এক বিজয় সমাবেশে এক হয়ে উদ্ধব ঠাকরে স্পষ্ট ভাষায় জানালেন, “আমরা শুধুই একসঙ্গে হওয়ার জন্যই একত্রিত হইনি, একসঙ্গে থাকার জন্য হয়েছি।”

উদ্ধবের কথায়, “এ তো শুধু ট্রেলার মাত্র। পিকচার অভি বাকি হ্যায়। আমরা এক হয়েছি মারাঠি ভাষা ও মারাঠি গৌরব রক্ষার জন্য।”

সমাবেশে বক্তব্য রাখতে উঠে রাজ ঠাকরে বলেন, “মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এমন একটা কাজ করে দেখালেন, যা আমার কাকা বালাসাহেব ঠাকরেও পারেননি। তা হল আমাকে ও উদ্ধবকে এক মঞ্চে নিয়ে আসা।”

এমন ঐতিহাসিক পুনর্মিলন হয়েছে মূলত মহারাষ্ট্র সরকারের হিন্দি ভাষাকে ঐচ্ছিক তৃতীয় ভাষা হিসেবে চালু করার সিদ্ধান্ত থেকে পিছু হটার প্রেক্ষাপটে। এই সিদ্ধান্ত প্রত্যাহারকে মারাঠি ভাষার জয়ের প্রতীক হিসেবে উদ্‌যাপন করছে দুই দল।

আগামী দিনে মুম্বই-সহ রাজ্যের ২৯টি পুরসভায় ভোট রয়েছে। সেই প্রসঙ্গে উদ্ধব জানান, “মুম্বই পুরসভায় এবং মহারাষ্ট্রের ক্ষমতায় আমরা, আমি আর রাজ একসঙ্গে ফিরব। মারাঠি গৌরবকে আমরা মিলেমিশে প্রতিষ্ঠা করব।”

ওয়ারলির এনএসসিআই ডোমে আয়োজিত এই বিশাল সভায় জড়ো হয়েছিলেন হাজার হাজার মারাঠি অনুরাগী, লেখক, কবি ও দুই দলের সমর্থকেরা। রাজনৈতিক সমীকরণে এটি যে এক গুরুত্বপূর্ণ মোড়, তা আর বলার অপেক্ষা রাখে না। বার্তা মোটামুটি স্পষ্ট যে, ঠাকরে বনাম ঠাকরে আর নয়। মারাঠির ভাষার জন্য যা কিছু, সবটাই একসঙ্গে।


ভিডিও স্টোরি