উদ্ধবের কথায়, “এ তো শুধু ট্রেলার মাত্র। পিকচার অভি বাকি হ্যায়। আমরা এক হয়েছি মারাঠি ভাষা ও মারাঠি গৌরব রক্ষার জন্য।”
উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে
শেষ আপডেট: 5 July 2025 08:47
দ্য ওয়াল ব্যুরো: ১৮ বছরের বিরোধ, দূরত্ব ও ঠান্ডা লড়াইয়ে ইতি টেনে এক মঞ্চে ঠাকরে পরিবারের দুই শাখা— উদ্ধব ও রাজ। শনিবার, 'আওয়াজ মরাঠিচা' নামের এক বিজয় সমাবেশে এক হয়ে উদ্ধব ঠাকরে স্পষ্ট ভাষায় জানালেন, “আমরা শুধুই একসঙ্গে হওয়ার জন্যই একত্রিত হইনি, একসঙ্গে থাকার জন্য হয়েছি।”
উদ্ধবের কথায়, “এ তো শুধু ট্রেলার মাত্র। পিকচার অভি বাকি হ্যায়। আমরা এক হয়েছি মারাঠি ভাষা ও মারাঠি গৌরব রক্ষার জন্য।”
সমাবেশে বক্তব্য রাখতে উঠে রাজ ঠাকরে বলেন, “মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এমন একটা কাজ করে দেখালেন, যা আমার কাকা বালাসাহেব ঠাকরেও পারেননি। তা হল আমাকে ও উদ্ধবকে এক মঞ্চে নিয়ে আসা।”
এমন ঐতিহাসিক পুনর্মিলন হয়েছে মূলত মহারাষ্ট্র সরকারের হিন্দি ভাষাকে ঐচ্ছিক তৃতীয় ভাষা হিসেবে চালু করার সিদ্ধান্ত থেকে পিছু হটার প্রেক্ষাপটে। এই সিদ্ধান্ত প্রত্যাহারকে মারাঠি ভাষার জয়ের প্রতীক হিসেবে উদ্যাপন করছে দুই দল।
আগামী দিনে মুম্বই-সহ রাজ্যের ২৯টি পুরসভায় ভোট রয়েছে। সেই প্রসঙ্গে উদ্ধব জানান, “মুম্বই পুরসভায় এবং মহারাষ্ট্রের ক্ষমতায় আমরা, আমি আর রাজ একসঙ্গে ফিরব। মারাঠি গৌরবকে আমরা মিলেমিশে প্রতিষ্ঠা করব।”
ওয়ারলির এনএসসিআই ডোমে আয়োজিত এই বিশাল সভায় জড়ো হয়েছিলেন হাজার হাজার মারাঠি অনুরাগী, লেখক, কবি ও দুই দলের সমর্থকেরা। রাজনৈতিক সমীকরণে এটি যে এক গুরুত্বপূর্ণ মোড়, তা আর বলার অপেক্ষা রাখে না। বার্তা মোটামুটি স্পষ্ট যে, ঠাকরে বনাম ঠাকরে আর নয়। মারাঠির ভাষার জন্য যা কিছু, সবটাই একসঙ্গে।