লিপস্টিক পরে চাকরের কোপে দেশের প্রথম মহিলা মার্শাল।
শেষ আপডেট: 25th September 2024 21:06
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, পহেলে দর্শনধারী, ফির গুণবিচারি! বহুল ব্যবহারে জীর্ণ সেই আপ্তবাক্য বাস্তব জীবনে কাজে লাগাতে গিয়ে কর্মস্থলে শাস্তির কোপে এক মহিলা।
ইনি আবার যে সে মহিলা নন। প্রথম মহিলা ডুফেদার বা মার্শাল এস বি মাধবী। অফিসের একটি অনুষ্ঠানে লিপস্টিক পরে আসার কারণে ইতিমধ্যে ওই মহিলা মার্শালকে বদলির নোটিস ধরিয়েছে প্রশাসন।
ঘটনাটি তামিলনাড়ুর। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে জনমানসে। সরব নেট নাগরিকরাও।
ঠিক কী ঘটেছিল? গ্রেটার চেন্নাই কর্পোরেশনের মেয়রের রিটায়ারমেন্টের অনুষ্ঠানে যোগ দেন মার্শাল এস বি মাধবী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই অনুষ্ঠানে পরিপাটি সাজে হাজির হয়েছিলেন মাধবীদেবী। ঠোঁটে পরেছিলেন লিপস্টিক। যা নিয়ে আপত্তি তোলেন কর্পোরশনের কর্মকর্তারা।
কারণ জানতে চাওয়ায় মাধবীদেবীকে নাকি বলা হয়, অনুষ্ঠানে লিপস্টিক পরা যাবে না বলে আগেই নিষেধাজ্ঞা জারি করেছিলেন মেয়রের ব্যক্তিগত সহকারী শিবা শঙ্কর। ক্ষুব্ধ মাধবীদেবী এ ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা দেখতে চান। এরপরই নাকি মাধবীদেবীকে বদলির নির্দেশ ধরানো হয়।
যদিও বদলি সংক্রান্ত নির্দেশে লিপস্টিক বা পোশাকের কথা উল্লেখ করা হয়নি। কারণ হিসেবে কাজে সময় মতো না আসা ও দায়িত্বে অবহেলা করার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে মাধবীদেবীর বিরুদ্ধে সিনিয়রদের নির্দেশ অমান্য করার অভিযোগও আনা হয়েছে।
যদিও লিপস্টিকের প্রসঙ্গটি প্রকারন্তরে স্বীকার করে নিয়ে মেয়রের ব্যাখ্যা, "মাধবীর পরা গাঢ় লিপস্টিক ও রং নিয়ে আপত্তি ছিল। ব্যক্তিগত ভাবে বলার পরও শোনেননি। কিন্তু এর সঙ্গে ট্রান্সফারের কোনও সম্পর্ক নেই।" জবাবে প্রথম মহিলা মার্শালের কটাক্ষ, "এটা শাস্তির উপহার। তামিলনাড়ু থেকে মানালিতে পাঠিয়ে দেওয়ার এছাড়া আর কোনও কারণ আছে বলে তো মনে হ্ছে না!"