শেষ আপডেট: 7th March 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: 'জিনস পরায় কোনও সমস্যা নেই কিন্তু শিকড় ভুললে চলবে না।' দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন পরমার্থ নিকেতন আশ্রমের প্রধান স্বামী চিদানন্দ সরস্বতী। জামা-কাপড় নিয়ে যে আদতে কোনওরকম ফতোয়া নেই কোনও ধর্মে, সেকথাও বলে দিলেন সহজে। শুধু শিকড় আকড়ে থাকার বার্তা দিলেন যুব সমাজকে।
এই প্রসঙ্গে বলতে গিয়ে এক অভিজ্ঞতার কথা তোলেন স্বামী চিদানন্দ। মহাকুম্ভের এক ঘটনা উঠে আসে। জানান, কুম্ভের সময় এক শিশু, জিনস পরেছিল। আশপাশের সকলকে শাড়ি, ধুতি বা কুর্তায় দেখে তার একটু মন খারাপই হয়। সে এসে জিজ্ঞাসা করেছিল স্বামীজিকে, যে অড লাগছে, তার জিনস পরা বন্ধ করে দেওয়া উচিত কিনা। তখন ওই বাচ্চাটিকে ঠিক এই উত্তরই দিয়েছিলেন স্বামীজি।
মোদ্দা কথা, এদেশের সংস্কৃতি বিশ্বে সমাদৃত। সংস্কৃতির ধারক যুব সমাজই। ফলে তা ভুলে গেলে চলবে না। সংস্কৃতির সম্মান করতে হবে, শিকড়ে বেঁধে থাকতে হবে। পোশাককে যে স্বামী চিদানন্দ মোটেও গুরুত্ব দিচ্ছেন না, সেটা স্পষ্ট উল্লেখ করেন।
দিল্লির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরঞ্জনী আখড়ার প্রধান স্বামী কৈলাসানন্দ গিরি। তিনি জানান, স্টিভ জোবসের স্ত্রী লরেনের থেকে জেনে টেসলার প্রধান ইলন মাস্ক মহাকুম্ভে যোগ দিতে চেয়েছিলেন। শিবিরে থাকার ইচ্ছাও প্রকাশ করেন। আর শুধু এই দুই সেলেবই না, দেশ-বিদেশের বহু সেলেবই পুণ্যস্নান করেন মহাকুম্ভে। সে তালিকা নিতান্তই ছোট নয়। সেকথাও ওঠে অনুষ্ঠানে।