শেষ আপডেট: 9th December 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো: সময় গড়ালেও মণিপুরের অশান্তিতে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই উত্তর পূর্বের রাজ্যের একাধিক প্রান্তে কুকি ও মেতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এবার মণিপুরের তিন জেলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
জানা গেছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মণিপুরের কাংপোকপি জেলার লোইচিং রিজ অঞ্চলে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা, অসম রাইফেলস ও মণিপুর পুলিশ। উদ্ধার হয় এম৭৯ গ্রেনেড লঞ্চার, স্নাইপার, একটি সিঙ্গল ব্যারেল বন্দুক ও দু’টি ৯ মিলিমিটার পিস্তল-সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। ডিসেম্বরের প্রথম সপ্তাহ দুই, চার এবং ছয় ডিসেম্বর চলে তল্লাশি অভিযান।
অন্যদিকে চূড়াচাঁদপুর জেলার ফাইকোঠ্যাং গ্রামে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি ৭.৬২ মিলিমিটার এসএলআর রাইফেল, নাইন এমএম পিস্তল, একটি ১২ বোর সিঙ্গল ব্যারেজ পিস্তল-সহ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রর ভাণ্ডার।
এছাড়া থৌবাল জেলার ফাংয়ু চিং এলাকা থেকে একটি কারবাইন মেশিনগান, ডবল ব্যারেল রাইফেল, দুটো পিস্তল, এসএলআর রাইফেল-সহ প্রচুর আগেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
ইতিমধ্যে আগেয়াস্ত্র বাজেয়াপ্ত করে মণিপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগেও ভারতীয় সেনা ও অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র।