শেষ আপডেট: 3rd December 2023 19:09
দ্য ওয়াল ব্যুরো: এখনও গণনা পুরোপুরি শেষ হয়নি। কিন্তু ইঙ্গিত স্পষ্ট। তেলেঙ্গানা বাদ দিলে রাজস্থান, ছত্তীসগড় এবং মধ্যপ্রদেশ, তিনটি রাজ্যেরই বিধানসভা নির্বাচনে বিজেপির জয়জয়কার। দক্ষিণ ভারত বাদ দিলে হিন্দি হার্টল্যান্ডের ৩টি রাজ্যেই হাত শিবিরকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়ে সরকার গড়ার মুখে গেরুয়া শিবির। যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনকে লোকসভা নির্বাচনের আগে কার্যত সেমিফাইনাল বলা হচ্ছিল, তার ৩টিতেই বিজেপিকে জেতানোর জন্য রাজ্যগুলির মানুষকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, "আমরা জনতা জনার্দনকে প্রণাম জানাচ্ছি। যে সুশাসন এবং উন্নয়নের রাজনীতির পক্ষে দাঁড়িয়েছে বিজেপি, ভারতের মানুষও যে দৃঢ়ভাবে তার পক্ষেই রয়েছেন, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান তা প্রমাণ করে দিয়েছে। আমি এই রাজ্যেগুলির জনগণকে তাঁদের অটল সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তাঁদের আশ্বাস দিচ্ছি, আমরা তাঁদের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব।"
"দলের কর্মকর্তারা, যাঁরা কঠোর পরিশ্রম করেছেন তাঁদের বিশেষ ধন্যবাদ, তাঁরা প্রত্যেকে অনুকরণীয়। তাঁরা ক্লান্তিহীনভাবে খেটে গেছেন এবং জনগণের মধ্যে আমাদের উন্নয়নের কর্মসূচিগুলি তুলে ধরেছেন," আরও লিখেছেন মোদী।
একই সঙ্গে তেলেঙ্গানায় পরাজয়ও স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। দক্ষিণের ১১৯টি বিধানসভা আসনবিশিষ্ট এই রাজ্যটিতে কংগ্রেস ইতিমধ্যে বিজেপি এবং কেসিআর-এর ভারত রাষ্ট্র সমিতিকে পিছনে ফেলে ৬৫টি আসনে এগিয়ে রয়েছে। সে রাজ্যের মানুষের উদ্দেশে মোদী লিখেছেন, "আমার প্রিয় তেলেঙ্গানার ভাই ও বোনেরা, বিজেপিকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। গত কয়েক বছর ধরে এই সমর্থন বেড়েই চলেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। তেলেঙ্গানার সঙ্গে আমাদের বন্ধন অটুট থাকবে এবং আমরা সেখানকার মানুষের জন্য কাজ করতে থাকব। আমি সেখানকার প্রত্যেক বিজেপি কর্মীর পরিশ্রম ও প্রচেষ্টার প্রশংসা করি।"
এবারের বিধানসভা নির্বাচনে রাজস্থান তার প্রতি ৫ বছর অন্তর সরকার পরিবর্তনের ঐতিহ্য বজায় রেখেছে। সেখানে কংগ্রেসকে পরাস্ত করে সরকার গড়তে চলেছে পদ্ম শিবির। মধ্যপ্রদেশেও বিজেপির উপরেই আস্থা রেখেছেন মানুষ। ছত্তীসগড়ে প্রাথমিকভাবে কংগ্রেস এগিয়ে গেলেও শেষমেশ জনতা জনার্দন যে 'হাত' সরিয়ে দিয়ে যে গেরুয়া শিবিরের হাত ধরতে চলেছেন, তা স্পষ্ট।
শুধুমাত্র তেলেঙ্গানাতেই তেমন সুবিধা করতে পারেনি বিজেপি। সেখানে এই প্রথমবারের জন্য কে চন্দ্রশেখর রাও-এর সরকারকে ফেলে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। রবিবার প্রকাশিত চার রাজ্যের নির্বাচনের ফলের মধ্যে তিনটিতেই জয়লাভ লোকসভা নির্বাচনের আগে বিজেপির পালে যে হাওয়া দেবে, তেমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তার কান্ডারি যে জনতা জনার্দন, তাঁদের ধন্যবাদ জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী।