Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া৭৫ বছরে কেউ শুভেচ্ছা জানালে বুঝতে হবে সরে যাওয়ার সময় এসেছে, মোদীকে অবসরবার্তা ভাগবতের?Eng vs Ind: বুমরাহ বনাম আর্চার: রকেট ভার্সেস রকেট! আজ আগুন-ঝরানো দ্বৈরথের মঞ্চ লর্ডসওড়িশায় প্রাক্তন স্ত্রীর গলা কেটে খুনের চেষ্টা! তাঁর সঙ্গীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করলেন ব্যক্তিএপ্রিলে তৈরি রাস্তার বেহাল দশা! বেঙ্গালুরুতে নতুন ফুটপাথেই খোঁড়াখুঁড়ি, ক্ষুব্ধ স্থানীয়রা
Droupadi Murmu

জন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, সুস্থতা কামনা অভিষেকের

১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামের এক সাঁওতাল পরিবারে জন্ম দ্রৌপদীর। 

জন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, সুস্থতা কামনা অভিষেকের

ফাইল ছবি

শেষ আপডেট: 20 June 2025 04:43

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন (Droupadi Murmu)। সেই উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhisekh Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''দীর্ঘদিন ধরে তিনি যে ধৈর্য, দৃঢ়তা আর শালীনতার সঙ্গে দেশের সর্বোচ্চ পদকে মর্যাদা দিয়ে চলেছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়। রাষ্ট্রপতির জন্মদিনে প্রার্থনা - সুস্থতা, শান্তি ও সাফল্যে ভরে উঠুক তাঁর জীবন। দেশসেবায় তাঁর নিষ্ঠা আমাদের পথ দেখাক আরও অনেকদিন।''

অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ''জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি সুস্থ থাকুন, ভাল থাকুন। আগামী দিনে তাঁর যে কোনও কাজ সাফল্য পাক।''

এক ঝলকে দ্রৌপদী মুর্মু

১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামের এক সাঁওতাল পরিবারে জন্ম দ্রৌপদীর। ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ওড়িশা সরকারের জলসম্পদ ও শক্তি দফতরে জুনিয়র অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করেছিলেন। ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টার সাম্মানিক শিক্ষক ছিলেন।

শিক্ষিকা হিসেবে কয়েক বছর চাকরি করার পরে কাউন্সিলর হিসেবে শুরু করেন রাজনৈতিক জীবন। পরবর্তী কালে রায়রংপুর উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হয়েছিলেন তিনি। ২০০০ এবং ২০০৪ সালে বিধানসভা নির্বাচনে জিতে দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রায়রংপুর বিধানসভা থেকেই। বিজু জনতা দল তথা নবীন পট্টনায়েকের সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পান। একাধিক দফতর দেখতেন তিনি।

পাশাপাশি, বিজেপির তফসিলি উপজাতি মোর্চার ভাইস-প্রেসিডেন্টও ছিলেন তিনি। ২০০৭ সালে ওড়িশার সেরা বিধায়ক হিসাবে ‘নীলকণ্ঠ পুরস্কার’ পান দ্রৌপদী। ২০০৯ সালে বিজেডির সঙ্গে বিজেপির জোট ছিন্ন হয়ে গেলেও মুর্মু বিধানসভা ভোটে জিতে যান।

২০১৫ সালে তিনি ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। সেই ২০২১ সাল পর্যন্ত সেই পদে ছিলেন আদিবাসী নেত্রী। তিনিই ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল, যিনি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন।

এর আগে ২০১৭ সালে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে উঠে এসেছিল দ্রৌপদীর নাম। তবে সেবার তিনি দায়িত্ব পাননি। কিন্তু ২০২২ সালে তিনি ইতিহাস রচনা করেন। 


ভিডিও স্টোরি