শেষ আপডেট: 31st December 2024 10:03
দ্য ওয়াল ব্যুরো: কথা রেখেছেন অমিত শাহ। কৃতজ্ঞতা জানাতে ভুললেন না প্রিয়ঙ্কা গান্ধী। সংসদে-সংসদের বাইরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কংগ্রেসের বিবাদ যখন তুঙ্গে তখন কেরলের ওয়ানাডের ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বড় পদক্ষেপ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। ওয়ানাডের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর আর্জি মেনে শাহের মন্ত্রক ধসের ক্ষয়ক্ষতিকে দুঃসহ প্রাকৃতিক বিপর্যয়’ আখ্যা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সেই কারণেই এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। গতমাসে তিনি ওয়ানাডের উপ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সংসদ সদস্য হয়েছেন।
দিন পনেরো আগে প্রিয়ঙ্কা কেরলের কংগ্রেস সাংসদদের সঙ্গে নিয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। সংসদের ভিতরে কংগ্রেসের সঙ্গে তখন শাহের তুমুল লড়াই চলছিল বিআর আম্বেদকর ইস্যুতে। আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অসম্মানজনক মন্তব্য করেছেন অভিযোগ করে কংগ্রেস অমিত শাহের পদত্যাগ দাবি করে। তাঁকে ক্ষমা চাইতে বলে ইন্ডিয়া জোটের বেশিরভাগ নেতা। সেই বিতর্কের মধ্যেই সংসদের সদর দরজায় বিজেপির এক সাংসদের আঘাত পাওয়ার ঘটনা নিয়ে রাহুল গান্ধীর দিতে আঙুল ওঠে। বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাসংদেরা।
এই বিবাদের মধ্যেই অধিবেশন কক্ষের বাইরে শাহের অফিসে গিয়ে দেখা করেছিলেন ওয়ানাডের সাংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রিয়ঙ্কা বলেন, ওয়ানাডের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেখানকার মানুষের জীবনজীবিকা পুরোপুরি পরনির্ভর হয়ে পড়েছে। অনেক প্রবীণ মানুষ আছেন যাদের পরিবারের কেউ বেঁচে নেই। আবার বেশিরভাগ পরিবারেরই চাষ-আবাদ, ব্যবসা ইত্যাদি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তুলনায় সরকারি সাহায্য যৎসামান্য।
বৈঠক শেষ প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর ভাল আলোচনা হয়েছে। পরে শাহের মন্ত্রকের তরফে জানানো হয়, ওয়ানাডের সাংসদের দাবিদাওয়াগুলি পর্যালোচনা করা সরকারের সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব জানিয়ে দেওয়া হবে। দেখা গেল দিন পনেরোর মধ্যেই শাহের মন্ত্রক ওয়ানাডের ধস বিপর্যয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এরফলে ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থের জোগান বাড়বে বলে মনে করছেন প্রিয়ঙ্কা গান্ধী।