শেষ আপডেট: 7th January 2025 09:53
দ্য ওয়াল ব্যুরো: অসমের একটি কয়লা খনিতে জল ঢোকায় আটকে পড়েছেন ২৫জন শ্রমিক। তাঁদের একজন জলপাইগুড়ির বাসিন্দা। সোমবার রাত থেকে চেষ্টা করেও কাউকে এখনও উদ্ধার করা যায়নি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেশি রাতে জাতীয় দুর্যোগ প্রতিরোধ টিম তলব করেছেন।
দুর্ঘটনাটি হয়েছে অসমের পার্বত্য জেলা ডিমা হাসাও-তে। মেঘালয় সংলগ্ন ওই জেলায় খনিটি দুর্গম পাহাড়ের উপর অবস্থিত। জেলা সদর হাফলং থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত খনিটি ডিমা হাসাও জেলার উপরাং এলাকার কালামাটি গ্রামে অবস্থিত।
উদ্ধার কাজ তদারকি করতে মঙ্গলবার সকালে হেলিকপ্টারে ঘটনাস্থলে রওনা হয়েছেন রাজ্যের মন্ত্রী কৌশিক রাই। জেলা দুর্যোগ প্রতিরোধ অফিসার রিকি ফুকন জানিয়েছেন, কীভাবে খনিতে জল ঢুকেছে সে বিষয়ে কেউ আলোকপাত করতে পারেননি। জল ঢোকার সময় উপরে কেউ ছিলেন না।
জানা যাচ্ছে, জল ঢুকে পড়ায় খনির ভিতরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে আটকে পড়া শ্রমিকেরা কী অবস্থায় আছেন তা স্পষ্ট নয়। এই ধরনের দুর্ঘটনায় শ্রমিকেরা সাধারণত খনির ভিতরে থাকা খোপে আশ্রয় নিয়ে থাকেন। উদ্ধারকারী দল ভিতরে প্রবেশ করলে তাঁদের উদ্ধার করা সম্ভব হতে পারে।