শেষ আপডেট: 4th February 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: ফের ট্রেন দুর্ঘটনা দেশে। মঙ্গলবার উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় দুই লোকো পাইলট আহত হয়েছেন বলে সূত্রের খবর। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্তে মেলেনি। বর্তমানে ওই লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তাতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ফতেপুর জেলার পম্ভিপুরের কাছে সুজাতপুর এবং রাসালাবাদ স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হওয়ার পর দুটিই লাইনচ্যুত হয়ে যায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি ট্রেনের গার্ড কোচ এবং ইঞ্জিন। ফলে ওই লাইনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। কখন পরিষেবা স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না।
রেল দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেশ কয়েক ঘণ্টা ধরে চলছে উদ্ধারকাজও। যে দুজন লোকো পাইলটকে উদ্ধার করা হয়েছে তাঁদের নাম অনুজ রাজ (২৮) এবং শঙ্কর যাদব (৩৫)। নিকটবর্তী হাসপাতালে তাঁরা এখন চিকিৎসাধীন। যদিও ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট হয়নি।
#WATCH | Fatehpur, Uttar Pradesh: A goods train standing near Pambhipur in Fatehpur was hit by another goods train from behind. The guard coach and the engine derailed. The up line was disrupted due to this accident. Two railway officials including the driver suffered minor… pic.twitter.com/dBtS06f3hc
— ANI (@ANI) February 4, 2025
সূত্র মারফৎ জানা গেছে, একটি মালগাড়ি আগে থেকেই ট্র্যাকে সিগনালের অপেক্ষায় দাঁড়িয়েছিল। কিন্তু দ্বিতীয় মালগাড়িটি সিগনাল না মেনে সেই ট্র্যাকে ঢুকে যায়। ফলত এই দুর্ঘটনা। রেলের তরফে তদন্তও শুরু করা হয়েছে। দ্বিতীয় মালগাড়িটি কি ইচ্ছে করে সিগন্যাল ভেঙেছে নাকি কোনও বিভ্রাট হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।