শেষ আপডেট: 7th March 2025 22:51
দ্য ওয়াল ব্যুরো: এ যেন অক্ষয় কুমার অভিনীত 'গব্বর' সিনেমার প্রতিচ্ছবি! সেখানে দেখানো হয়েছিল, কীভাবে এক মৃত এক রোগীর পরিবারের থেকে তাঁরই চিকিৎসার নাম করে টাকা নিচ্ছেন ডাক্তার, হাসপাতালের কর্মীরা। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কার্যত একই ঘটনা! না, এখানে রোগীর মৃত্যু হয়। বরং তাঁকে আইসিইউ-তে (ICU) আটকে রেখে টাকা তোলার অভিযোগ উঠেছে।
মধ্যপ্রদেশের রাতলামের এক হাসপাতালের বিরুদ্ধে বড়সড় অভিযোগ করেছেন এক যুবক। তাঁর দাবি, কয়েকদিন ধরে তাঁকে আইসিইউ-তে ওষুধ খাইয়ে আটকে রাখা হয়েছিল। কিছুতেই বেরতে বা কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। পরিবারকে বলা হয়েছিল তিনি নাকি 'কোমায়' (Coma) আছেন! তবে কোনও রকমে অবশেষে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসতে পেরেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যুবকের ভিডিও ভাইরাল হয়েছে।
মারপিঠ করতে গিয়ে আহত হয়েছিলেন বান্টি নামের ওই যুবক। তারপর হাসপাতালে ভর্তি হন। কিন্তু অভিযোগ, ওষুধ দিয়ে তাঁকে বেশিরভাগ সময়ে ঘুম পাড়িয়ে রাখা হত। এদিকে পরিবারের থেকে হাজার হাজার টাকা নিত হাসপাতাল কর্তৃপক্ষ। বান্টির পরিবার জানিয়েছে, তাঁদের থেকে ইতিমধ্যে ১ লক্ষ টাকা নেওয়া হয়েছে। বলা হয়েছিল বান্টির মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে এবং সে কোমায় চলে গেছে!
সোশ্যাল মিডিয়ায় বান্টির ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, তাঁর হাতে একাধিক নল লাগানো আছে এবং সে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে। বান্টিকে দেখে মোটেও গুরুতর অসুস্থ বলে মনে হচ্ছে না। বান্টির দাবি, দিনের পর দিন তাঁকে 'বন্দি' বানিয়ে রেখে টাকা নেওয়া হচ্ছিল পরিবারের থেকে। হাসপাতালের মূলত ৫ কর্মীর বিরুদ্ধেই তাঁর অভিযোগ।
বান্টির স্ত্রী জানিয়েছেন, জমানো টাকা শেষ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে তাঁদের। আত্মীয়দের থেকে ধার নেওয়া শুরু করেছিলেন স্বামীর চিকিৎসার জন্য। কিন্তু এখন জানতে পারছেন পুরোটাই মিথ্যে। কিন্তু বান্টি পালালেন কী করে? ভিডিওতেই দেখা গেছে, হাসপাতালে এক কর্মীকে কাঁচি নিয়ে ভয় দেখাচ্ছিলেন তিনি। তারপরই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
Coma Patient Escapes From ICU In Ratlam; Family Claims Hospital Made Them Pay Rs 1 Lakh In Medical Expenses ????#zelena #Trump #ChampionsLeague #ChampionsLeague #ViratKohli???? #India #FreeMedicalAid #ChampionsTrophy2025 #JENNIE pic.twitter.com/z3vU7avRsR
— Satish???????????? (@Satish26India) March 6, 2025