শেষ আপডেট: 6th December 2024 10:47
দ্য ওয়াল ব্যুরো: মেলার নাগরদোলা (Ferris Wheel) থেকে ঝুলে রয়েছে কিশোরী! মাটি থেকে ৬০ ফুট উঁচুতে প্রায় মিনিট ধরে ওভাবেই থাকল সে। হাড়হিম করা দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যান, মেলা জুড়ে শুরু হয় হইচই। কেউ চিৎকার করছেন, 'নীচে কর ঝুলা!' অর্থাৎ দোলনাটাকে ঘুরিয়ে নামাও, কিশোরী যাতে নীচের দিকে আসে। কেউ আবার আতঙ্কে জপছেন ঈশ্বরের নাম।
এসবের মধ্যেই অপারেটর ধীরে ধীরে নাগরদোলা ঘুরিয়ে, ওপরের অংশ নীচে নামিয়ে আনেন এবং উদ্ধার করা হয় ১৩ বছর বয়সি মেয়েটিকে।
বুধবার উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার নিঘাসান এলাকায় অবস্থিত রাকেঠি গ্রামে একটি মেলায় এই ঘটনায় জানা গেছে, অনুমতি ছাড়াই চলছিল অত বড় নাগরদোলাটি। কিন্তু তা তো আর স্থানীয়রা জানতেন না, তাঁরা মনের আনন্দেই উপভোগ করছিলেন মেলার আনন্দ, চড়ছিলেন নাগরদোলায়।
ওই কিশোরীও তেমনই অনেকের মতো নাগরদোলায় চাপে, তার পরে দোলনা ঘুরতেও শুরু করে। কিন্তু ওপরে ওঠার পরে হঠাৎই ভারসাম্য হারিয়ে দোলনা থেকে পড়ে যায় সে, কোনও রকমে ধরে ফেলে একটি লোহার রড। তাকে ওভাবেই রড ধরে ঝুলতে দেখা যায় শূন্যে। সবাই আতঙ্কে চিৎকার ওঠেন। প্রায় মিনিট খানেক ওভাবেই থাকার পরে, ধীরে ধীরে নীচে নামানো হয় দোলনার ওই অংশ, নিরাপদে উদ্ধার হয় সে।
দেখুন সেই ভিডিও।
The girl got hung up on the big swing at the fair and kept swinging for about a minute, Lakhimpur Khiri
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 5, 2024
pic.twitter.com/nzNCIqkrYA
এই ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই মেলায় অত বড় নাগরদোলা চালানোর কোনো অনুমতি ছিল না। কীভাবে অনুমতি ছাড়া এটি চালানো হচ্ছিল, তা তদন্ত করে দেখা হবে।
প্রসঙ্গত, মাসখানেক আগেই উত্তরপ্রদেশের কনৌজ এলাকার একটি মেলায় নাগরদোলায় আটকে গেছিল এক কিশোরীর চুল। ঘুরতে ঘুরতে উপড়ে গেছিল তার খুলির চামড়া। নাগরদোলা থামা পর্যন্ত খুলির চামড়া ঝুলেই ছিল রডে। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
এবার ফের নাগরদোলা-বিপর্যয় ঘটে গেল উত্তরপ্রদেশে।