শেষ আপডেট: 3rd February 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো: সন্ধেবেলা মাঠ থেকে বাড়ি ফিরছিলেন এক কৃষক। বাইকে চেপে ফিরছিলেন নিজের গ্রামে। কিন্তু কিছু দূর যেতেই পথ আটকে দাঁড়ায় এক মোটা কেঁদো বাঘ! তার পর গা এলিয়ে রাস্তায় বসে পড়ে সে। চারদিক নিস্তব্ধ, একদিকে ঘন আখের খেত, আর তার সামনেই প্রকৃতির ভয়ংকর প্রাণী। এই শ্বাসরুদ্ধকর মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পিলিভিট টাইগার রিজার্ভ সংলগ্ন অঞ্চলে এমন দৃশ্য নতুন কিছু নয়। স্থানীয় কৃষক ও শ্রমিকদের প্রায়ই মুখোমুখি হতে হয় বাঘ কিংবা চিতাবাঘের সঙ্গে। বিশেষত ধান, গম ও আখের খেত থেকে এদের বেরিয়ে আসার ঘটনা প্রায়শই ঘটে।
সম্প্রতি এক শিখ কৃষকের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ওয়াইল্ডলাইফ কনটেন্ট ক্রিয়েটর, হরবিন্দর মান। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাইকে চড়ে ফিরছিলেন ওই কৃষক, ঠিক সেই সময়ে খেত থেকে বেরিয়ে আসে এক বিশাল বাঘ। আতঙ্কের মুহূর্তেও কৃষক সংযম বজায় রেখে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেন।
দেখুন সেই ভিডিও।
A farmer and a tiger encounter. This is what coexistence looks like. From Pilibhit. pic.twitter.com/4OHGCRXlgr
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 3, 2025
২০২২ সালের সরকারি পরিসংখ্যান অনুসারে, পিলিভিট টাইগার রিজার্ভে ৭১টিরও বেশি বাঘ রয়েছে। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ জাতীয় বাঘ সংরক্ষণ প্রকল্পে (NTCA) শুধুমাত্র বনাঞ্চলের ভিতরে থাকা প্রাপ্তবয়স্ক বাঘদের গণনা করা হয়, শাবকদের নয়।
পিলিভিটের আর একটি বিশেষ পরিচয় ‘সুগারকেন টাইগারস’। এই অঞ্চলের অনেক বাঘ গভীর জঙ্গলে নয়, আশপাশের আখের খেতে আশ্রয় নেয়। ফলে প্রায়ই চাষিরা তাদের সামনে পড়ে যান।
বন দফতরের আধিকারিকদের মতে, বর্তমানে অন্তত এক ডজনের বেশি বাঘ টাইগার রিজার্ভের সীমানা ছাড়িয়ে আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়দের পোস্ট করা বিভিন্ন ছবি ও ভিডিও দেখে সেই আশঙ্কা প্রবল হয়েছে।
পিলিভিট টাইগার রিজার্ভের ডেপুটি ডিরেক্টর মণীশ সিং জানিয়েছেন, হরিপুর রেঞ্জের কাছে এক বাঘিনির চিহ্ন পাওয়া গেছে, যেটি সম্ভবত শাবকদের জন্ম দিয়েছে। ফলে বাঘের আনাগোনা আরও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় বনদফতর এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। এছাড়া ‘বাঘ মিত্র’ নামে বিশেষ প্রশিক্ষিত একটি দলকেও সক্রিয় করা হয়েছে, যারা স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এবং বিপদ এড়াতে বিশেষ ভূমিকা নেবে।