Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট Bharat Bandh: জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, সকাল থেকে শুরু পুলিশের ধরপাকড়, ধস্তাধস্তি-বচসাসন্ত্রাসে জিরো টলারেন্স, ব্রাজিল সফরে দ্বিমুখী নীতির বিরোধিতা মোদীর, নিশানায় পাকিস্তান-চীন!তোলাবাজির অভিযোগে হাওড়া তৃণমূলের এক নেত্রীর স্বামীর চাকরি গেল, রাতেই নির্দেশ পুলিশ কমিশনারেটের'ঐশ্বর্যার ব্রায়ের হুকটা চেপে ধরে...' পরিচালকের কথা মতো সকলের সামনেই সেই কাজ করেন ববিউঁকি দিচ্ছে বক্ষযুগল, স্পষ্ট সবুজ ব্রাও, দিশার খোলামেলা পোশাক দেখে লোকজন বলছে, 'উফ কী সেক্সি!'দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?
Waqf Debate-TMC MP Kalyan Banerjee

ওয়াকফ বিলের বিতর্কে লোকসভায় কল্যাণের শায়েরি, জমি দখলই সরকারের অভীষ্ট, খোঁচা তৃণমূল এমপির

সংসদীয় রাজনীতিতে বহু বার বহু বিতর্ক জড়িয়ে পড়া কল্যাণ আরও বলেন, মুসলিম সম্প্রদায়ের মেরুদণ্ড হল ওয়াকফ সম্পত্তি।

ওয়াকফ বিলের বিতর্কে লোকসভায় কল্যাণের শায়েরি, জমি দখলই সরকারের অভীষ্ট, খোঁচা তৃণমূল এমপির

তৃণমূল কংগ্রেস এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 2 April 2025 10:33

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী বিলের উপর বিতর্কে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার লোকসভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তাঁর দল এই বিলের পূর্ণ বিরোধী এবং বিরুদ্ধে ভোট দেবে। বিতর্ক-ভাষণে তিনি বলেন, ওয়াকফ বিল সংবিধানের মূল কাঠামোকে আঘাত করে। তাঁর দাবি, এই বিলের উদ্দেশ্য আসলে সরকার ওয়াকফ সম্পত্তি কুক্ষিগত করতে চায়। 

সংসদীয় রাজনীতিতে বহু বার বহু বিতর্ক জড়িয়ে পড়া কল্যাণ আরও বলেন, মুসলিম সম্প্রদায়ের মেরুদণ্ড হল ওয়াকফ সম্পত্তি। কিন্তু, সরকার এই বিল পাশ করিয়ে ওয়াকফের সব সম্পত্তির দখল নিতে চায়। কেন্দ্রের শাসকদলের এটা একটা শয়তানি চক্রান্ত। যে পরিবর্তন বা সংশোধনী আনা হয়েছে, তা অনভিপ্রেত। 

ভাষণে হিন্দিতে শায়েরি করে ভাষণ শুরু করেন কল্যাণ। তিনি বলেন, তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি অওলাদ হ্যায় ইনসান বনেগা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে আমি এই বিলের তীব্র বিরোধিতা করছি। টিএমসি এমপি আরও বলেন, ইসলাম হল অত্যন্ত আধুনিক ও উদারমনস্ক ধর্ম।

কল্যাণ বলেন, একজন সাধারণ মুসলিমও কোনও ইমাম ছাড়াই প্রার্থনা করতে পারেন। কিন্তু মসজিদে সেই প্রার্থনাতেই নেতৃত্ব দেন কোনও ইমাম। তাই কোনও মুসলিমকে মসজিদে প্রার্থনা করার অধিকার কেড়ে নেওয়া যায় না। রাজস্থানের দৃষ্টান্ত দিয়ে কল্যাণ আরও বলেন, রাজস্থান সরকার একাই সেখানকার ওয়াকফ বোর্ডের ৮০ শতাংশ সম্পত্তি দখল করে রয়েছে।


ভিডিও স্টোরি