তৃণমূল কংগ্রেস এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 2 April 2025 10:33
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী বিলের উপর বিতর্কে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার লোকসভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তাঁর দল এই বিলের পূর্ণ বিরোধী এবং বিরুদ্ধে ভোট দেবে। বিতর্ক-ভাষণে তিনি বলেন, ওয়াকফ বিল সংবিধানের মূল কাঠামোকে আঘাত করে। তাঁর দাবি, এই বিলের উদ্দেশ্য আসলে সরকার ওয়াকফ সম্পত্তি কুক্ষিগত করতে চায়।
সংসদীয় রাজনীতিতে বহু বার বহু বিতর্ক জড়িয়ে পড়া কল্যাণ আরও বলেন, মুসলিম সম্প্রদায়ের মেরুদণ্ড হল ওয়াকফ সম্পত্তি। কিন্তু, সরকার এই বিল পাশ করিয়ে ওয়াকফের সব সম্পত্তির দখল নিতে চায়। কেন্দ্রের শাসকদলের এটা একটা শয়তানি চক্রান্ত। যে পরিবর্তন বা সংশোধনী আনা হয়েছে, তা অনভিপ্রেত।
ভাষণে হিন্দিতে শায়েরি করে ভাষণ শুরু করেন কল্যাণ। তিনি বলেন, তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি অওলাদ হ্যায় ইনসান বনেগা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে আমি এই বিলের তীব্র বিরোধিতা করছি। টিএমসি এমপি আরও বলেন, ইসলাম হল অত্যন্ত আধুনিক ও উদারমনস্ক ধর্ম।
কল্যাণ বলেন, একজন সাধারণ মুসলিমও কোনও ইমাম ছাড়াই প্রার্থনা করতে পারেন। কিন্তু মসজিদে সেই প্রার্থনাতেই নেতৃত্ব দেন কোনও ইমাম। তাই কোনও মুসলিমকে মসজিদে প্রার্থনা করার অধিকার কেড়ে নেওয়া যায় না। রাজস্থানের দৃষ্টান্ত দিয়ে কল্যাণ আরও বলেন, রাজস্থান সরকার একাই সেখানকার ওয়াকফ বোর্ডের ৮০ শতাংশ সম্পত্তি দখল করে রয়েছে।