Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
Bihar's 5-Foot-Wide 'Great Wall' Leaves Internet Stunned

দেওয়াল না বাড়ি! বিহারের ৫ ফুট চওড়া 'চিনের প্রাচীর' দেখে বিস্মিত নেটপাড়া

ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। নেটিজেনরা অবাক হয়ে একের পর এক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্ট। কেউ লিখেছেন, 'বিহারে ক্রিয়েটিভিটির কোনও সীমা নেই।'

দেওয়াল না বাড়ি! বিহারের ৫ ফুট চওড়া 'চিনের প্রাচীর' দেখে বিস্মিত নেটপাড়া

অদ্ভুত সেই বাড়ির ছবি

শেষ আপডেট: 4 July 2025 13:16

দ্য ওয়াল ব্যুরো: সামনে থেকে তাকালে মনে হবে সাধারণ কোনও বাড়ি। কিন্তু পাশ ঘুরলেই চমক। দেখা মিলবে আস্ত একটা দেওয়ালের। দৈর্ঘ্য বিরাট প্রস্থ প্রায় নেই বললেই চলে। বিহারের খাগাড়িয়া জেলার এই অদ্ভুত নির্মাণ এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কেউ বলছেন ‘দেয়ালের মতো বাড়ি,’ কেউ আবার মজা করে তুলনা করছেন দুবাইয়ের বুর্জ খলিফার সঙ্গে।

সম্প্রতি এক্স-এ  শেয়ার হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে এই আশ্চর্য বাড়িটি। দেখতে একেবারে দেয়ালের মতো। ভিডিওতে লেখা, 'খাগাড়িয়ার এই বিস্ময় কোথায় রয়েছে? কীভাবে এর মধ্যে মানুষ থাকতে পারে?' এই প্রশ্নেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।

ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। নেটিজেনরা অবাক হয়ে একের পর এক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্ট। কেউ লিখেছেন, 'বিহারে ক্রিয়েটিভিটির কোনও সীমা নেই।' আরও এক ব্যবহারকারী লিখেছেন, 'এটা তো বিহার! এখানে কিছুই অসম্ভব নয়।' আর এক জন মজার ছলে মন্তব্য করেছেন, 'ভাই চায়নার গ্রেট ওয়াল বানানোর চেষ্টা করলে না কি? ভাবনার প্রশংসা করতে হবে।'

এটা প্রথম নয়। এর আগে মুজফ্ফরপুরের গনিপুর এলাকায় মাত্র ৬ ফুট জমিতে তৈরি এক পাঁচতলা বাড়ির ভিডিও ভাইরাল হয়েছিল। সেই বাড়ির ভিতরের প্রস্থ এতটাই কম, যে ছাদে উঠে মাঝখানে দাঁড়িয়ে দুই হাত মেলালে দু’দিকের দেওয়ালে একসঙ্গে হাত ছোঁয়ানো যায়।

এই সব অদ্ভুত বাড়িগুলো যতটা বিস্ময় তৈরি করছে, ঠিক ততটাই নেটপাড়ায় বিনোদনের খোরাক জোগাচ্ছে। তবে এর পিছনে জমির মূল্যবৃদ্ধি এবং জায়গার অভাবই কি প্রধান কারণ, সে প্রসঙ্গও বাদ যাচ্ছে না। 


ভিডিও স্টোরি