শেষ আপডেট: 13th May 2024 11:45
দ্য ওয়াল ব্যুরো: ভোট দাও পোহা খাও। ভোট দিলেই বিনি পয়সায় পোহা, জিলিপি এবং গরমে রেহাই পেতে একটি করে আইসক্রিম বিনি পয়সায় দেওয়া হচ্ছে ইন্দোরে। মধ্যপ্রদেশের ইন্দোরে সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে প্রায় শেষ মুহূর্তে কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই বিজেপির এই চক্রান্ত রুখে দিতে ও উচিত শিক্ষা দিতে ভোটারদের কাছে নোটা-য় বোতাম টেপার আর্জি জানিয়েছে কংগ্রেস।
প্রবল গরম ও রোদ উপেক্ষা করে ভোটাররা যখন বুথে দাঁড়িয়ে রয়েছেন। তখন তাঁদের জন্য বিনামূল্যে প্রাতঃরাশের আয়োজন করেছে দোকানদারদের সংগঠন 'ছাপান্ন দুকান।' আঙুলে ভোটের কালি লাগানো আছে, দেখাতে পারলেই মিলছে এক প্লেট পোহা, সঙ্গে জিলিপি ও আইসক্রিম। অবস্থা যে পর্যায়ে পৌঁছেছে যে, বুথের থেকেও খাবারের লাইনে বেশি ভিড় দেখা যাচ্ছে।
জেলাশাসক আশিস সিংয়ের পৌরোহিত্যে দোকানদারদের সংগঠন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। জেলাশাসক জানিয়েছেন, ভোটের হারে দেশের মধ্যে ইন্দোরকে আমরা শীর্ষে আনতে চাই। আর এ কারণে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলোচনাসাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ব্যবসাদারদের সংগঠনের সভাপতি গুঞ্জন শর্মা বলেন, ইন্দোরের সবথেকে বিখ্যাত চাট চৌপট্টি খাবারের দোকান ছাপান্ন দুকান। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ভোটের হার বাড়াতে সকাল সকাল অর্থাৎ ৭টা থেকে ৯টার মধ্যে যাঁরা ভোট দেবেন, তাঁদের প্রাতঃরাশের ব্যবস্থা থাকবে।
শহরের বিখ্যাত ও জনপ্রিয় নাস্তা পোহা ও জিলিপি দেওয়া হবে। গরমের কথা ভেবে আইসক্রিম বিলিরও ব্যবস্থা রাখা হয়েছিল। তিনি এদিন আরও জানান, প্রবীণ নাগরিক ও নবীন ভোটারদের জন্য আইসক্রিমের ব্যবস্থা রয়েছে। দোকানে গিয়ে কালি লাগানো আঙুল দেখালেই বিনা পয়সায় প্লেট সাজিয়ে দেওয়া হচ্ছে। এই সংগঠন ছাড়াও শহরের আরও বেশ কিছু দোকান বিনা পয়সায় নুডলস এবং ভেজ মাঞ্চুরিয়ান দিচ্ছে।