শেষ আপডেট: 25th August 2024 23:15
দ্য ওয়াল ব্যুরো: এমনও হয়! দিন দুপুরে রেললাইনে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি! সে ঘুম এমনই যে ট্রেনের হর্নও ব্যর্থ হল তাঁর নিদ্রা ভাঙাতে!
অগত্যা এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে কলিযুগের 'কুম্ভকর্ণে'র ঘুম ভাঙালেন ট্রেনের চালক!
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল ২৭ সেকেন্ডের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রেললাইনের একদিকে মাথা অন্যদিকে পা মেলে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন এক ব্যক্তি। রোদ্দুর থেকে বাঁচতে মাথাটি আড়াল করে রেখেছেন ছাতা দিয়ে! কয়েক হাত দূরে দাঁড়িয়ে ট্রেন!
ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রেন চালক রীতিমতো ওই ব্যক্তিকে নড়িয়ে তাঁর ঘুম ভাঙাচ্ছেন। ঘটনায় হকচকিয়ে ওঠেন ওই ব্যক্তি। নিজের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য ক্ষমাও চান ওই ট্রেন চালকের কাছে। লাইন ক্লিয়ার করে ফের চলতে শুরু করে ট্রেনটি।
प्रयागराज, यूपी में रेल पटरी पर एक व्यक्ति छतरी लगाकर सो रहा था। ये देखकर लोको पायलट ने ट्रेन रोक दी। फिर उसको जगाया, पटरी से हटाया। तब ट्रेन आगे बढ़ी।
— Sachin Gupta (@SachinGuptaUP) August 25, 2024
Report : @AnujTyagi8171 pic.twitter.com/F1XWSLJ55h
ইতিমধ্যে ভাইরাল ভিডিও। উপচে পড়ছে কমেন্ট বক্স! কেউ কেউ দায়িত্বজ্ঞানহীন ওই ব্যক্তির কঠোর শাস্তি দাবি তুলেছেন। আবার অনেকে রেল চালকের প্রশংসা করে রসিকতার সুরে লিখেছেন,‘আপনাকে যমরাজ কখনও ক্ষমা করবেন না।’ এক নেট নাগরিক আবার ওই ব্যক্তির ঘুম এবং সাহসের প্রশংসা করে লিখেছেন, কলিজায় জোর না থাকলে এভাবে কেউ রেললাইনকে নিজের বাড়ির বিছানা ভাবতে পারে!