ইনস্টাগ্রামে ‘মহাবীর গান্ধী’ নামের একটি হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট হয়। দেখা যায়, চার যাত্রী বিমানের ভিতরে চাদর বিছিয়ে তাস পেটাচ্ছেন।
ভাইরাল ভিডিও থেকে সংগৃহীত
শেষ আপডেট: 18 June 2025 18:12
দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনে বা দুরপাল্লার ট্রেনে তাস খেলা নতুন বিষয় নয়। অনেকটা সময় কাটাতে অনেকেই তাস, লুডো, উনো, দাবা পর্যন্ত খেলে থাকেন। কিন্তু ফ্লাইটে এমন অদ্ভুত কাণ্ড এর আগে হয়তো কেউ কল্পনাও করেননি। মাঝ-আকাশে বিমানের কেবিনে চাদর পেতে তাস খেলতে বসে পড়লেন চার যুবক। সেই ঘটনার ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।
ইনস্টাগ্রামে ‘মহাবীর গান্ধী’ নামের একটি হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট হয়। দেখা যায়, চার যাত্রী বিমানের ভিতরে চাদর বিছিয়ে তাস পেটাচ্ছেন। চাদরের কোণগুলি নিজেদের আসনের ফাঁকে আটকে দিয়েছেন যাতে উড়ে না যায়। তার ওপরেই চলেছে তাস নিয়ে হাসি-মজা।
এই ঘটনায় বাধা পেয়েছে বিমানের ভিতরের যাতায়াতের পথ। আশপাশের যাত্রীরা কেউ কেউ এই দৃশ্য উপভোগ করলেও, অধিকাংশই হতবাক। এই ভিডিও কোন ফ্লাইটের, ঠিক কবে তোলা হয়েছে তা স্পষ্ট হয়নি।
তবে ভিডিও সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। একজন লেখেন, 'বিমানে যদি কেউ টয়লেটে যেতে চান, এদের কারণে পারেননি। একেবারে দায়িত্বজ্ঞানহীন কাজ।' আরেকজন লেখেন, 'টাকা থাকলেই রুচি আসে না, এটা তার প্রমাণ।' কেউ আবার বলছেন, 'এঁদের ভবিষ্যতে ফ্লাইটে ওঠা থেকে নিষিদ্ধ করা উচিত।'
নেটিজেনদের একাংশ অবশ্য হাসি-মজার ছলেই নিয়েছেন বিষয়টা। ফ্লাইটে যে ধরনের বিপর্যয় হল গত সপ্তাহে, তার পর থেকে অনেকেই যাত্রার সময় প্যানিক করছেন। এই ধরনের খেলা বা মজায় থাকলে চাপ অনেকটা কমে ও যাত্রা সহজ হয় বলে মন্তব্য করেছেন।