'ফাদার্স ডে' উপলক্ষে বিশেষ প্রচার করাই ছিল এই বিজ্ঞাপনের উদ্দেশ্য। কিন্তু দুপুর গড়াতেই খবর আসে, আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার একটি এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান ভেঙে পড়েছে।
ফাইল ছবি
শেষ আপডেট: 13 June 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: সকালে খবরের কাগজের প্রথম পাতায় ছিল এক বিমানের ছবি। 'ফাদার্স ডে'-র বিজ্ঞাপনের জন্য সে ছবি ব্যবহার করা হয়েছিল। আর বিকেলেই খবর এল, সেই সংস্থারই বিমান ভেঙে পড়েছে আমদাবাদে (Ahmedabad Plane Crash)! ঘটনা নিছক কাকতালীয়, নাকি সময়ের নিষ্ঠুর পরিহাস?
বৃহস্পতিবার গুজরাটে বহুল জনপ্রিয় সংবাদপত্র ‘মিড-ডে’-র প্রথম পাতায় ছাপা হয়েছিল শিশুদের বিনোদনকেন্দ্র ‘কিডজানিয়া’-র একটি বিজ্ঞাপন (Viral Ad)। তাতে দেখানো হয়েছিল এক কার্টুন শহর, আর একটি বাড়ির মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে একটি এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Plane Crash)।
'ফাদার্স ডে' উপলক্ষে বিশেষ প্রচার করাই ছিল এই বিজ্ঞাপনের উদ্দেশ্য। কিন্তু দুপুর গড়াতেই খবর আসে, আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার একটি এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান (ফ্লাইট AI171) উড়ানের কিছু ক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে। শুধু ভেঙে পড়েনি, একটি মেডিক্যাল কলেজের হস্টেলে ভেদ করে ভেঙেছে। সে দৃশ্য একেবারে ওই বিজ্ঞাপনের মতো!
এই ভয়াবহ দুর্ঘটনার কিছু ঘণ্টা আগে প্রকাশিত বিজ্ঞাপনে একই সংস্থার বিমানের উপস্থিতি দেখে আঁতকে উঠেছেন অনেকেই। নেটপাড়া বলছেন, “ভয়ের সমাপতন! এমনও হতে পারে?”
যদিও ‘কিডজানিয়া’র তরফে জানানো হয়েছে, বিজ্ঞাপনে ব্যবহৃত ছবিটি তাদের নিয়মিত ডিজাইন। গত বছর থেকেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে শিশুদের ‘এভিয়েশন অ্যাকাডেমি’ বিভাগে এই বিমান মডেল ব্যবহার করা হচ্ছে। বিশ্বের সমস্ত কিডজানিয়া সেন্টারে একই ছবি ছাপে তারা।
Dreams take off here! A new chapter in aviation excellence begins with the grand launch of the Air India Aviation Academy at @KidZaniaIndia in Delhi- NCR. 🚀 Whether navigating a flight simulator or learning about airport operations, KidZania's Air India Aviation Academy is where… pic.twitter.com/fiuhWKd3EZ
— Air India (@airindia) July 8, 2024
তবু বিজ্ঞাপন এবং বিমানের ভেঙে পড়া পর্যন্ত সময়ের ব্যবধান ছিল মাত্র কয়েক ঘণ্টা। আর তার জন্যই এই ছবি অনেকের কাছেই ভয়াবহ এক পূর্বাভাসের মতো দাঁড়িয়েছে।