শেষ আপডেট: 19th January 2025 13:45
অভয় সিং অবশ্য এই বহিষ্কারের অভিযোগ অস্বীকার করেছেন। এক সংবাদ চ্যানেলে তিনি দাবি করেন, আখড়ার সাধুরা তাঁর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। অভয় বলেন, 'ওঁরা মনে করছেন, আমি বিখ্যাত হয়ে গিয়েছি এবং তাঁদের বিরুদ্ধে কিছু ফাঁস করতে পারি। তাই তাঁরা মিথ্যা বলছে। এসব বাজে কথা।'
তিনি আরও বলেন, 'বিজ্ঞান জীবনের দৈহিক দিকটি ব্যাখ্যা করতে সাহায্য করে, কিন্তু তার গভীর অধ্যয়ন মানুষকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। জীবনের সত্যিকারের উপলব্ধি মানুষকে আধ্যাত্মিকতার কাছাকাছি নিয়ে আসে।' এই ধরনের নানা কথা বলেই গত কয়েক দিনে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন অভয় সিং। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারও বেড়েছে হুড়মুড় করে।
দিনকয়েক আগে অভয় সিং একটি একান্ত সাক্ষাৎকারে তাঁর শৈশবের কথা প্রকাশ করেন। তিনি বলেন, 'আমার পরিবারে মানসিক স্বাস্থ্যের সমস্যা ছিল। আমার বাবা-মার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এটি একটি শিশুর মনে গভীর প্রভাব ফেলে। স্কুল থেকে বাড়ি ফিরে আমি ঘুমিয়ে যেতাম, কারণ ঝগড়ার আওয়াজ থেকে পালাতে চাইতাম। মধ্যরাতে উঠতাম, দরজা বন্ধ করে শান্তিতে পড়াশোনা করতাম।'
শৈশবের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভয় সিং বলেন, 'ছোটবেলায় এসব দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করে আবার সেই একই পরিস্থিতির মধ্যে পড়ার চেয়ে একা থাকা ভালো। শান্তিতে জীবন কাটানোই সেরা।' তিনি নিজের পড়াশোনার কথা বলতে গিয়েও বলেন, 'জ্ঞান অর্জন করতে করতে কোথায় পৌঁছবে? এখানেই তো আসবে সেই।'
এতকিছুর পরে, সারা দেশ জুড়ে জনপ্রিয়তা পাওয়ার পরে, অভয় সিং আখড়া থেকে বহিষ্কার হওয়ার ঘটনায় নতুন বিতর্কও সৃষ্টি হয়েছে।