শেষ আপডেট: 16th January 2025 19:14
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি ফিরে আসুক ছেলে। এমনটাই দাবি জানাচ্ছেন চলতি বছরের কুম্ভমেলায় বহুল চর্চিত আইআইটি বাবা ওরফে অভয় সিংয়ের পরিবার। মকর সংক্রান্তির কারণে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে পৌঁছে গিয়েছেন এই সন্ন্যাসী। সেখানেই সংবাদমাধ্যমের সামনে নিজের জীবন সম্পর্কে দু’চার কথা বলতে শোনা যায় তাঁকে। আর তারপরই ঝড়ের গতিতে ভাইরাল হন তিনি।
আইআইটি বাবার আসল নাম অভয় হলেও সাধক জীবনে তিনি পরিচিত হয়ে ওঠেন মাসানি গোরক্ষ নামে। এই অভয়কেই এবার বাড়ি ফেরাতে মরিয়া পরিবার। আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন অভয়। তারপর ৪ বছর মুম্বই থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিও করেন। তবে ধীরে ধীরে বুঝতে পারেন, এই জীবন তাঁর জন্য নয়।
তবে সেই সময় থেকেই সন্ন্যাসী জীবনের প্রতি ঝোঁকেননি তিনি। তাঁর অত্যন্ত ভাললাগার জিনিস ছিল ট্রাভেল ফোটোগ্রাফি। একটি কোর্স করে সেটাই করতে শুরু করেন তিনি। অভয়ের দাবি, এরপরই জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিই বদলে যায়।
অভয় সিংয়ের বাবা করণ গ্রেওয়াল হরিয়ানার বাসিন্দা, পেশায় আইনজীবী। তিনি জানান, “ছেলে প্রথম থেকেই আধ্যাত্মিক। আমি ছয় মাস আগে পর্যন্ত ওঁর সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এরপর ছেলে নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এর আগে হরিদ্বারে আছে শুনে সেখানে ছুটে গিয়েছিলাম। কিন্তু দেখা হয়নি। হয়তো ইচ্ছে করেই দেখা করেনি।’
এছাড়াও ছেলের বাড়ি ফেরা নিয়ে তাঁর বাবা আরও বলেন, “আমি এবং আমার গোটা পরিবার চাই সে তারাতাড়ি বাড়িতে ফিরে আসুক। ওঁর মাও বাড়ি ফিরতে বলেছিল। কিন্তু ওর একটাই জবাব সন্ন্যাস ধর্ম নেওয়ার পর তা আর সম্ভব নয়। প্রত্যেকেরই নিজের জীবন বেছে নেওয়ার অধিকার আছে। আমি কখনওই জোর করে তাঁর উপর কিছু চাপিয়ে দিতে পারি না।”
জানা গেছে ট্রাভেল ফোটোগ্রাফির পাশাপাশি নিজের একটি কোচিং সেন্টারও খুলেছিলেন অভয়। সেখানে তিনি ফিজিক্স পড়াতেন। তবে মেধাবী ছাত্র হলেও এই কাজে খুব একটা সাফল্য পাননি তিনি। তারপরই কার্যত সবকিছু ছেড়ে দিয়ে তিনি আধ্যাত্মিক হয়ে ওঠার কথা ভাবেন।
বর্তমানে অভয় নিজেকে আদ্যপ্রান্ত শিবভক্ত বলে দাবি করে সন্ন্যাস-জীবন কাটাচ্ছেন। আর সেই কারণেই মহাকুম্ভ এখন তাঁর ঠিকানা হয়ে উঠেছে। একগাল দাড়ি। কাঁধ অবধি ঝাঁকড়া চুল। লম্বা ছিপছিপে চেহারা নিয়ে সর্বদা হাসিমুখে এবারের কুম্ভ মেলায় দেখা মিলেছে অভয়ের।