শেষ আপডেট: 31st July 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনাম সফর করেছিলেন। তারপর থেকেই দু-দেশের সম্পর্ক অন্য মাত্রা পায়। এবার ভারত সফরে এলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। মঙ্গলবার গভীর রাতে তিনি পৌঁছেছেন নয়াদিল্লি। তাঁর তিনদিনের এই সফর থেকে কী উঠে আসে তার দিকেই তাকিয়ে দেশের কূটনৈতিক মহল।
এই তিনদিনের সফরে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে বৃহস্পতিবার প্রথমে তিনি যাবেন রাষ্ট্রপতি ভবনে। সেখানেই তাঁকে প্রথাগতভাবে দেশে স্বাগত জানানো হবে। তারপর তাঁর যাওয়ার কথা রাজঘাটে। সেখানে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন ফাম মিন চিন।
ওয়াকিবহাল মহল মনে করছে, এই বৈঠক থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে আগ্রহী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ আগেই তিনি আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে ভিয়েতনামকে অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করেছেন। সেই প্রেক্ষিতে আশা করাই যায় যে, এই বৈঠক একটি নতুন দিশা দেবে ভারত-ভিয়েতনাম সম্পর্কের।
ইতিমধ্যে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে দেশে স্বাগত জানিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। আশা করা হচ্ছে, এই সফরের জন্য সেই বন্ধুত্ব আরও শক্তিশালী হবে। ফাম মিন চিনকে ভারতবর্ষে স্বাগত।''