চরবৃত্তির খবর সামনে আসার পর জ্যোতির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই তাঁকে পাক হাই কমিশনের এক আধিকারিকের সঙ্গে দেখা যাচ্ছে।
জ্যোতি মলহোত্রা
শেষ আপডেট: 17 May 2025 20:04
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে গ্রেফতার হয়েছেন জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। তিনি একজন ইউটিউবার হিসেবে পরিচিত। তাঁর ভিডিও দেখলে বোঝা যায়, বেশিরভাগ সময়ই তিনি বিভিন্ন দেশে ঘুরেছেন। জ্যোতি জানিয়েছিলেন, দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে গিয়ে তাঁর সঙ্গে এক আধিকারিকের পরিচয় হয়েছিল। তাঁর সাহায্যেই তিনি পাকিস্তান গেছিলেন। তারপর থেকেই চরবৃত্তি শুরু করেন। সেই প্রমাণ কার্যত নিজেই দিয়েছেন জ্যোতি।
চরবৃত্তির খবর সামনে আসার পর জ্যোতির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই তাঁকে পাক হাই কমিশনের এক আধিকারিকের সঙ্গে দেখা যাচ্ছে। জ্যোতি জানিয়েছিলেন, এহসান উর রহিম ওরফে দানিস নামে পাকিস্তান হাই কমিশনের এক আধিকারিকের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। তাঁর সাহায্যেই ২০২৩ সালের পর দুবার পাকিস্তানে গেছিলেন তিনি। এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে জ্যোতির সঙ্গে তিনিই সেই দানিস। এও জানা গেছে, পাকিস্তানে গিয়ে দানিসের বাড়িতেও গেছিলেন জ্যোতি এবং দেখা করেন তাঁর স্ত্রীর সঙ্গেও। তিনি তাঁদের ভারতে তাঁর বাড়িতে আসার আমন্ত্রণও জানিয়ে এসেছিলেন।
যে ভিডিও নিয়ে বিতর্ক সেটি জ্যোতি পোস্ট করেছিলেন গত বছর মার্চ মাসে। পুলিশি জেরায় জ্যোতি জানিয়েছেন, দানিসই পাকিস্তানে তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং এর জন্য আলি বলে অন্য একজনও সাহায্য করেছিল। পরে আলিই পাক ইন্টালিজেন্সের দুই আধিকারিকের সঙ্গে তাঁর দেখা করিয়ে দিয়েছিলেন। তাঁদের ফোন নম্বরও তিনি সেভ করেছিলেন তবে অন্য নামে, যাতে সন্দেহ না তৈরি হয়। ভারতে ফিরে আসার পর ওই অফিসারদের সঙ্গে তিনি নিয়মিত সম্পর্ক রাখতেন হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট সহ আরও একাধিক সোশ্যাল মিডিয়ায় মারফৎ।
কে এই জ্যোতি মলহোত্রা
ট্রাভেল উইথ জো - নামে একটি ইউটিউব চ্যানেল (Youtuber) রয়েছে জ্যোতির। নানা জায়গায় ঘুরে বেরিয়ে সেই চ্যানেলের মাধ্যমেই সবকিছু শেয়ার করতেন তিনি। এই চ্যানেলে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৩ লক্ষ ৭৭ হাজার।
শুধু ইউটিউবে নয়, অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম 'ট্রাভেলউইথজো১' এবং তাতে জ্যোতির ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার।